shono
Advertisement

পুরনো ছবি থেকে তৈরি হবে ভিডিও! জেনে নিন কীভাবে করবেন?

এআইয়ের সাহায্যে সহজেই করুন কেল্লাফতে।
Published By: Biswadip DeyPosted: 07:05 PM Jun 18, 2025Updated: 07:05 PM Jun 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'তুমি কি কেবলই ছবি শুধু পটে লিখা?' এই প্রশ্নের উত্তর কি দিতে পারে এআই? উত্তর হল, পারে। ছবি যে কেবলই ছবি নয়, তাকেও বদলে দেওয়া যায় দৃশ্যপটে, তা অনায়াসে করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। আমাদের সকলেরই অ্যালবামে ভরা থাকে এমন কত ছবি। সেকালের অ্যানালগ ক্যামেরার ছবি আজ 'জীবন্ত' করে তুলছে এআই। জেনে নিন কীভাবে করবেন।

Advertisement

১) নানা অ্যাপ থেকেই করা যায়। যার অন্যতম 'পিক্সভার্স'। এর জন্য অ্যাপটি ইনস্টলও করার দরকার নেই। প্রথমে গুগলের সার্চবক্সে লিখুন 'পিক্সভার্স এআই'। তারপর সেটি পেলে ক্লিক করুন। তারপর লগইন করুন। আপনার ইমেল আইডি ব্যবহার করতে পারেন।

২) সেখানে আপনার পুরনো ছবির 'ইমেজ'টি আপলোড করে দিন। ধরা যাক ছবিটি আপনার কিংবা আপনার কোনও আপনজনের ছোটবেলার ছবির।

৩) এক্ষেত্রে প্রম্পটে লিখুন 'আ চাইল্ড স্মাইলিং'। তারপর বেছে নিন ছবির রেজোলিউশন।

৪) এবার দেখুন ম্যাজিক। পুরনো ছবিটি থেকে হয়ে যাবে ভিডিও। যেন পুরনো সময় ফের জীবন্ত হয়ে উঠবে।

এছাড়াও অন্য আরও এআই অ্যাপ রয়েছে, যেখানে এই ফিচার রয়েছে। এছাড়াও এই ধরনের অ্যাপ থেকে নানা ধরেন এডিট করতে পারবেন। সামান্য খরচে সাধারণ প্রম্পটেই অনেক মজার ছবি বা ভিডিও তৈরি করতে পারবেন। যার মধ্যে অন্যতম মেটা এআই। এখন এখানেও থাকছে ভিডিও এডিটিং। আপাতত কিছু বাছাই করা অঞ্চলে এটি লভ্য হলেও অচিরেই এই নয়া টুল সকলেই ব্যবহার করতে পারবেন। যার ফলে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে বিপ্লব আসবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছবি যে কেবলই ছবি নয়, তাকেও বদলে দেওয়া যায় দৃশ্যপটে, তা অনায়াসে করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা।
  • আমাদের সকলেরই অ্যালবামে ভরা থাকে এমন কত ছবি।
  • সেকালের অ্যানালগ ক্যামেরার ছবি আজ 'জীবন্ত' করে তুলছে এআই। জেনে নিন কীভাবে করবেন।
Advertisement