সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভুল করে ফেসবুকে মেসেজ পাঠিয়ে ফেলেছিলেন 'আই লাভ ইউ'। ভাবতেও পারেননি এরপর কী ঘটতে চলেছে। মাসখানেকের মধ্যেই পুলিশের সাইবার শাখার তরফে ৭ লক্ষ টাকা জরিমানা চাওয়া হয় ফোন করে! বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে বিষয়টা ধরতে পেরে গিয়েছিলেন ওই ব্যক্তি। বুঝেছিলেন 'ডিজিটাল অ্যারেস্টে'র শিকার হতে চলেছেন। শেষপর্যন্ত পুলিশে অভিযোগ করায় আটক হল অভিযুক্তরা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কর্নাটকে ঘটেছে এই ঘটনা।
জানা গিয়েছে, ৫১ বছরের ওই ব্যক্তির নাম পরশিবমূর্তি। চাকরি করেন কোঅপারেটিভ ব্যাঙ্কে। ২০২৪ সালের ১১ অক্টোবর ভুল করে এক ইউজারের ইনবক্সে তিনি 'আই লাভ ইউ' মেসেজ পাঠিয়ে ফেলেন। ২ নভেম্বর তিনি একটি ফোন পান সাইবার পুলিশের তরফে। জানানো হয়, ৭ লক্ষ টাকা না দিলে গ্রেপ্তার করা হবে তাঁকে। বাড়ি থেকে মারতে মারতে বের করে প্রতিবেশীদের সামনে হেনস্তা করে তবে গারদে পোরা হবে।
পরশিবমূর্তি বুঝে যান, এটা কোনও চক্রান্ত। তবু পুলিশের কাছে যেতে তিনি অস্বস্তিতে ভুগছিলেন। এদিকে লাগাতার ফোন আসতে থাকে। তাঁকে মানসিক ভাবে হেনস্তাও করতে থাকে প্রতারকরা। অবশেষে এবছরের শুরুতে একাধিক ধারায় অভিযোগ দায়ের করেন তিনি। তদন্ত শুরু করে বিশেষ তদন্তকারী দল। অবশেষে আটক করা হয় পাঁচজনকে। অভিযুক্তদের মধ্যে সবচেয়ে বেশি বয়সির বয়স ২৫। সবচেয়ে কমবয়সি এক অপ্রাপ্তবয়স্ক। তাদের সকলকে আদালতে তোলা হয়। পুলিশ অভিযুক্তদের কাছ থেকে চারটি মোবাইল বাজেয়াপ্ত করেছে। মনে করা হচ্ছে এই অপরাধের সঙ্গে ওই সব ক'টি ফোনেরই যোগ ছিল। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের।
