shono
Advertisement

Breaking News

Look Back 2024

iPhone 16 থেকে ওয়াটারপ্রুফ রিং, একনজরে দেখে নিন বছরের সেরা গেজেটস

সেরা ১০-এর তালিকায় রয়েছে আপনার পছন্দের গেজেট?
Published By: Tiyasha SarkarPosted: 04:22 PM Dec 23, 2024Updated: 04:23 PM Dec 23, 2024

সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভরতা বেড়েছে কয়েকগুণ। কীভাবে টেকনোলজিকে কাজে লাগিয়ে সহজে কাজ সেরে ফেলা যায়, এখন সেই চেষ্টা করেন সকলে। ফলে চাহিদা পূরণে বাজারে আসছে নিত্য নতুন গেজেটস। যা দিনে দিনে কমবেশি সকলকেই টেক-স্যাভি করে তুলছে। ২০২৪-এও বাজারে এসেছে সেরার সেরা সব গেজেট। বছরের শেষপ্রান্তে এসে  সংবাদ প্রতিদিন ডিজিটাল খুঁজে নিয়েছে এবারের সেরা ১০ গেজেটস।

Advertisement

iPhone 16

প্রতিবছর সেপ্টেম্বরে নতুন ফোন লঞ্চ করে অ্যাপেল। চব্বিশেও তার অন্যথা হয়নি। এবছর বাজারে একসঙ্গে এসেছে তিনটি মডেল। iPhone 16, iPhone 16 Pro, iPhone 16 Pro max। আইফোন ১৬ এর ক্ষেত্রে 4k ভিডিও রেকর্ডিং করতে পারবেন ৬০ এফপিএসে।

iPhone 16 pro

এই সিরিজে ইউজারদের জন্য দারুন এক উপহার দিয়েছে অ্যাপেল। তা হল, সি টাইপ চার্জিং পোর্ট। এছাড়া জুম ইন-আউটের জন্য আলাদা সুইচ। আইফোন ১৬ প্রো-এর ক্ষেত্রে 4k ভিডিও রেকর্ডিং করতে পারবেন ১২০ এফপিএসে।

iPhone 16 pro max

ব্যাটারি, ক্যামেরা, ব়্যাম এক হলেও এই মডেলটির ডিসপ্লে তুলনামূলক বড়। ফলে বাকি দুটি মডেলের থেকে প্রো ম্যাক্সের দামও বেশি। তবে এই মডেলটি হাতে থাকলে প্রযুক্তির সেরা অভিজ্ঞতা হবে আপনার। 

Samsung s24 ultra 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের একটা বড় অংশের পছন্দের শীর্ষে থাকে স্য়ামসাং। তাঁদের কথা ভেবে প্রতিবছরই বিভিন্ন বাজেটের ফোন আনে সংস্থা। এবছরও তার অন্য়থা হয়নি। প্রাইম কাস্টমারদের S24 ultra এনেছে স্যামসাং। 

Samsung Galaxy M15 Prime Edition

একইসঙ্গে এবছরই বাজারে এসেছে পকেট ফ্রেন্ডলি Galaxy M15 Prime Edition। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একগুচ্ছ ফিচার যুক্ত হ্যান্ডসেট এনে আবারও চমকে দিয়েছে স্যামসাং। এই মডেলের ব্যাটারি ব্যাকআপও চোখে পড়ার মতো।

Oneplus nord ce4 lite

একটা সময় পর্যন্ত ওয়ান প্লাস ছিল মধ্যবিত্তের নাগালের বাইরে। তবে গত কয়েকবছরে ছবিটা অনেকটাই বদলেছে। বাজেট ফ্রেন্ডলি ফোন এনেছে ওয়ানপ্লাস। এবছর সেই তালিকায় অন্যতম OnePlus nord ce4 lite। জেনে নিন ফোনটির স্পেসিফিকেশন।

Instax mini Link 3 (স্মার্টফোন প্রিন্টার)

বছরভর বাজার কাঁপানো গেজেটস-এর তালিকায় রয়েছে স্মার্টফোন প্রিন্টারও। বাড়িতে প্রিন্টার রাখা বেশ সমস্যার। অগত্যা কোনও কিছুর প্রিন্টআউড দরকার হলেই ছুটতে হয় দোকানে। কিন্তু প্রযুক্তির আশীর্বাদে আর পোহাতে হবে না ঝক্কি। এখন পকেটে নিয়েই ঘুরতে পারবেন প্রিন্টার! অবাক হবেন না, কিনে ফেলুন instax mini Link 3। তাহলে আর সময় নষ্টও হবে না। পোহাতে হবে না ঝক্কিও। স্মার্টফোন থেকেই সরাসরি করতে পারবেন প্রিন্ট আউট। 

Rocco The Super Smart Fridge

বিভিন্ন রকম ও বিভিন্ন সাইজের ফ্রিজ বছরভর বাজারে আসে। তবে চব্বিশের সেরার সেরা গেজেটসের তালিকায় রয়েছে Rocco The Super Smart Fridge। এর আকর্ষণ হল এটি মোবাইলের মাধ্যমেই কন্ট্রোল করা যায়। মোবাইলেই দেখতে পারবেন ফ্রিজের তাপমাত্রা।

Samsung galaxy ring
এই রিং-এ পাবেন অ্যাডভান্স হেলথ মনিটরিং ফিচার্স। ঠিকমতো ঘুম হচ্ছে কিনা এই আংটি তা জানিয়ে দেবে আপনাকে। হার্ট রেট ঠিক আছে কিনা, তাও জানতে পারবেন এর মাধ্যমে। সব থেকে বড় কথা, ওয়াটারপ্রুফ এই রিং। হাতে পরেই করতে পারবেন জলের কাজ।

ThinkPad T16 Gen 3

সময়ের সঙ্গে সঙ্গে উন্নততর গেজেটস আসছে বাজারে। চলতি বছরে বছরে লেনেভো বাজারে এনেছে ThinkPad T16 Gen 3। যার ফিচার মন কেড়েছে আমজনতার। একনজরে দেখে নিন স্পেসিফিকেশন।

Meta Rayban Smart Glasses

চলতি বছরেই বাজারে এসেছে Meta Rayban Smart Glass। এ চশমা কিন্তু যেমন-তেমন নয়, এর কাজ প্রায় স্মার্টফোনের মতোই। এই চশমায় রয়েছে ক্যামেরা, স্পিকার, এমনকী মাইক্রোফোনও। ভাবছেন তো কী কাজে লাগে এই চশমা? ফোন পকেটে রেখে স্রেফ এই বিশেষ চশমা দিয়েই পাঠাতে পারবেন মেসেজ। রয়েছে আরও নানা আকর্ষণীয় ফিচার।

Go Pro Hero 13 Black

এখন অনেকেই সোশাল মিডিয়াকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ভিডিও তৈরি করে তা ইউটিউব বা ফেসবুকে আপলোড করে মোটা টাকা উপার্জন করেন অনেকেই। কেউ কেউ শুধুমাত্র ঘুরতে যাওয়ার ভিডিও করেন। কেউ আবার খাওয়াদাওয়া বা সাজগোজের। তবে ভিডিওর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করার প্রধান শর্ত হল, ঝকঝকে ভিডিও। যার জন্য অত্যন্ত প্রয়োজন ভালো ক্যামেরা। বর্তমান সময়ে অধিকাংশ ব্লগারই অ্যাকশন ক্যামেরা ব্যবহার করেন। আপনার বাজেট যদি একটু বেশি হয় সেক্ষেত্রে এবছরে বাজারে আসা Go Pro Hero 13 Black সেরা। দাম শুরু ৩৪ হাজার টাকা থেকে।

Xgimi MoGo 3 Pro

পরিবারের সদস্যদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়েছেন। বা বাড়িতে এসেছে অনেকে। দিনভর হুল্লোড়ের পর প্ল্যান হয়েছে সিনেমা বা ওয়েব সিরিজ দেখার। না চিন্তা নেই, যেতে হবে না হলে। শুধু মাত্র পোর্টেবল প্রোজেক্টর Xgimi MoGo 3 Pro থাকলে বাড়ি হোক বা বাইরে, মুহূর্তে যে কোনও জায়গায় বসেই দেখতে পারবেন পছন্দের ছবি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ২০২৪-এও বাজারে এসেছে বহু সেরার সেরা গেজেট।
  • বছরের শেষপ্রান্তে এসে চলুন একনজরে দেখে নিন সংবাদ প্রতিদিন ডিজিটালের হিসেবে এবারের সেরা ১০ গেজেটসের তালিকায় স্থান পেল কোন কোনগুলি।
Advertisement