সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার রাতে আচমকা ডাউন হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক মেসেঞ্জার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়ল রিপোর্ট! সমস্যায় পড়েন নেটদুনিয়ার হাজার হাজার বাসিন্দা।
এদিন রাত ৯টা নাগাদ হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন ইউজাররা। জানা যায়, অনেকের হোয়াটসঅ্যাপেই ঢুকছে না মেসেজ। মেসেজ করলে ইউজারের মোবাইলে হয়ে রয়েছে সিঙ্গল টিক। একই হাল ফেসবুক মেসেঞ্জারেরও। শেষ খবর পাওয়া পর্যন্ত মার্কিন মুলুক থেকে জমা পড়েছে ৪ হাজারের বেশি রিপোর্ট। ভারতে ১০ হাজারের বেশি ইউজার জানিয়েছেন তাঁদের সমস্যার কথা। সবমিলিয়ে আরও একবার মেসেজিং অ্যাপগুলি অজেকো হয়ে পড়ায় ক্ষোভের মুখে পড়েছে মার্ক জুকারবার্গের মেটা।
দুই মেসেজিং অ্যাপ ডাউন হতেই ভিড় বেড়েছে এক্স হ্যান্ডেলে। অনেকেই পোস্ট করে জানতে চেয়েছেন সমস্যার কথা। যদিও হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকে এনিয়ে এখনও কিছু জানানো হয়নি। এর আগেও একাধিকবার ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপ ডাউন হওয়ায় সমস্যায় পড়তে হয়েছে নেটিজেনদের। সে সময় আবার জুকারবার্গকে নিয়ে মশকরা করতেও ছাড়েননি এক্স হ্যান্ডেলের মালিক এলন মাস্ক। এবার অবশ্য় তেমনটা না হলেও জনপ্রিয় দুই অ্যাপ কাজ না করায় বিশ্বব্যাপী ইউজাররা বিরক্তি প্রকাশ করেছেন।
