shono
Advertisement
Netflix

নেটফ্লিক্সের নামে ভুয়ো মেল পাঠাচ্ছে প্রতারকরা! ফাঁদে পা দিলেই সর্বনাশ

কীভাবে সতর্ক হবেন?
Published By: Biswadip DeyPosted: 04:51 PM Mar 05, 2025Updated: 04:51 PM Mar 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'স্ক্যামে'র ফাঁদ পাতা ভুবনে। কে যে তাতে ধরা পড়বে তা বলা কঠিন। যদিও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে সকলকে। তবু প্রতারকদের নতুন নতুন ফন্দিতে পা দিয়ে ফেলছেন অনেকেই। এই পরিস্থিতিতে এবার আলোচনায় নেটফ্লিক্স কেলেঙ্কারি। জনপ্রিয় ওটিটি সংস্থার নামে ভুয়ো মেল পাঠিয়ে বোকা বানানো হচ্ছে বহু মানুষকে।

Advertisement

কীভাবে ফাঁদ পাতা হচ্ছে? নেটফ্লিক্সের নাম করে ইমেল পাঠাচ্ছে প্রতারকরা। যেখানে দাবি করা হচ্ছে, পেমেন্ট ইস্যু নিয়ে সতর্ক করতেই এই মেল। এরপর মেলটি যাঁকে পাঠানো হচ্ছে, তাঁকে অনুরোধ করা হচ্ছে বিলিং সংক্রান্ত তথ্য আপডেট করে নিতে। আর তা করতে পাঠানো হচ্ছে একটি লিঙ্ক। ভুলবশত একবার সেই লিঙ্কে ক্লিক করে ফেললেই হ্যাকারদের কাছে চলে যাবে ওই ব্যক্তির লগইন সংক্রান্ত তথ্য, আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য-সহ আরও নানা তথ্য।

এর থেকে নিরাপদ হতে গেলে কী করতে হবে? এর জন্য সতর্ক থাকা একান্তই দরকার। আর সেজন্য মেল প্রেরকের ইমেল ঠিকানা এবং ওয়েবসাইটের ঠিকানার সামান্য বিচ্যুতির দিকে খেয়াল রাখতে হবে। পাশাপাশি এও মাথায় রাখতে হবে কখনওই গ্রাহকদের স্পর্শকাতর তথ্য জানতে চায় না নেটফ্লিক্স। যেমন পাসওয়ার্ড, ক্রেডিট কার্ডের তথ্য কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ইত্যাদি। মনে রাখা দরকার, netflix.com ডোমেইন থেকেই একমাত্র নেটফ্লিক্স মেল পাঠাতে পারে। অন্য কোনও এক্সটেনশন মানেই বুঝতে হবে হ্যাকারদের পাতা ফাঁদ। তবে যদি ভুল করে তথ্য দিয়ে ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে নেটফ্লিক্সের পাসওয়ার্ড বদলে ফেলুন। লক্ষ রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের দিকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'স্ক্যামে'র ফাঁদ পাতা ভুবনে। কে যে তাতে ধরা পড়বে তা বলা কঠিন। যদিও প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে সকলকে।
  • তবু প্রতারকদের নতুন নতুন ফন্দিতে পা দিয়ে ফেলছেন অনেকেই।
  • এই পরিস্থিতিতে এবার আলোচনায় নেটফ্লিক্স কেলেঙ্কারি। জনপ্রিয় ওটিটি সংস্থার নামে ভুয়ো মেল পাঠিয়ে বোকা বানানো হচ্ছে বহু মানুষকে।
Advertisement