shono
Advertisement
WhatsApp

ছবিতে এক ক্লিকেই সর্বস্বান্ত! হোয়াটসঅ্যাপে নতুন ফাঁদ হ্যাকারদের

জেনে নিন কীভাবে সতর্ক হবেন।
Published By: Biswadip DeyPosted: 07:28 PM Apr 18, 2025Updated: 07:28 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়। সম্প্রতি শোনা গিয়েছিল এক্সক্লুসিভ অফার, ইনস্ট্যান্ট ক্যাশব্যাকের মতো লোভনীয় সব প্রস্তাব দিয়ে বোকা বানানো হচ্ছে ইউজারদের। এবার সামনে এল নয়া ছক। জানা গেল আরেক রকমের ফাঁদের কথা। কেবলমাত্র একটি ছবিতে ক্লিক করলেই হতে হবে সর্বস্বান্ত!

Advertisement

ব্যাপারটা কী? সম্প্রতি মধ্যপ্রদেশের এক ব্যক্তি একধাক্কায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা খুইয়েছেন। অথচ ব্যাপারটা শুরু হয়েছিল অত্যন্ত নিরীহ ভাবে। একটি অজানা নম্বর থেকে তাঁর হোয়াটসঅ্যাপে পৌঁছয় একটি ছবি। সঙ্গে অনুরোধ। চিনে নিতে হবে ছবির লোকটিকে। প্রথমে বিষয়টিকে অবহেলা করলেও ক্রমে দেখা যায় ওই নম্বর থেকে একের পর এক ফোন আসছে। স্বাভাবিক ভাবেই ওই ব্যক্তির মনে হতে থাকে, নিশ্চয়ই অজানা নম্বরের মালিক তাঁর পরিচিত কেউ। তিনি ক্লিক করেন ছবিটিতে। আর সঙ্গে সঙ্গে নিঃশব্দে হ্যাক হয়ে যায় তাঁর ফোন।

সাইবার অপরাধীরা এভাবেই দ্রুত ইউজারের ব্যাঙ্ক সংক্রান্ত স্পর্শকাতর তথ্য হাতিয়ে নিচ্ছে। এবং ফাঁকা করে দেয় অ্যাকাউন্ট। কেরল পুলিশের তরফে সকলকে সতর্ক করা হয়েছে। বলা হয়েছে অজানা নম্বর থেকে আসা মেসেজ ও হোয়াটসঅ্যাপে কোনও ফাইল ডাউনলোড না করতে।

কেন এই ফাঁদ অন্য ফাঁদের চেয়ে বেশি বিপজ্জনক

কোনও ওটিপি চাওয়া কিংবা লিঙ্কে ক্লিক করার অনুরোধ নেই।

কেবল একটি ছবি ডাউনলোড করলেই সর্বনাশ!

অপরাধীদের খোঁজ পাওয়াই দুষ্কর।

কী কী ক্ষতি করবে এই ম্যালওয়্যার

ব্যক্তিগত ও আর্থিক তথ্য হাতিয়ে নেবে।

হ্যাকাররা ডিভাইসটির পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যাবে।

পরবর্তী সময়ে স্ক্যাম কলও করতে পারে হ্যাকাররা।

কীভাবে সতর্ক হবেন

অজানা নম্বর থেকে আসা ফাইল খুলবেন না।

মিডিয়া অটো ডাউনলোড অফ করে রাখুন।

বিশ্বাসযোগ্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন।

ফোনের ওএস ও অ্যাপগুলিকে আপডেট করে রাখুন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হোয়াটসঅ্যাপে হ্যাকারদের ফাঁদ পাতার বিষয়টা নতুন নয়।
  • এবার সামনে এল নয়া ছক। জানা গেল আরেক রকমের ফাঁদের কথা।
  • কেবলমাত্র একটি ছবিতে ক্লিক করলেই হতে হবে সর্বস্বান্ত!
Advertisement