সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হু হু করে বাড়ছে অনলাইন আর্থিক জালিয়াতি। আর তা থেকে বাঁচতে এবার দেশের সমস্ত ব্যাঙ্ককে ‘.bank.in’ ডোমেইন ব্যবহার করার নির্দেশ দিল আরবিআই। ২০২৫ সালের এপ্রিল থেকেই তা চালু হওয়ার কথা। এর সাহায্যে গ্রাহকরা বৈধ ও অবৈধ ব্যাঙ্ক ওয়েবসাইটগুলিকে পৃথক করতে পারবেন।
শুক্রবার 'মানিটারি পলিসি কমিটি'র বৈঠকে এই ঘোষণা করেছেন সদ্য নতুন গভর্নরের দায়িত্বপ্রাপ্ত সঞ্জয় মালহোত্রা। সাইবার সুরক্ষাকে আরও মজবুত করার প্রয়োজনীয়তা নিয়েও তিনি মুখ খোলেন বৈঠকে। জানিয়ে দেন, যেভাবে অনলাইনে জালিয়াতির শিকার হতে হচ্ছে গ্রাহকদের তা উদ্বেগের বিষয়। আর এরপরই তিনি এই নতুন ডোমেইনের ঘোষণা করেন। অর্থাৎ এবার থেকে সমস্ত ব্যাঙ্কের ওয়েবসাইটের ঠিকানার শেষে অন্য কিছুর পরিবর্তে এবার থেকে ‘.bank.in’ই লিখতে হবে।
এছাড়াও আরবিআই আরেকটি নতুন ডোমেইনের ঘোষণাও করেছে। 'ফিন.ইন' নামের এই ডোমেইন নন-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলির জন্য। এক্ষেত্রে ওই ধরনের সংস্থাগুলিকেও ওয়েবসাইটের ঠিকানায় '.fin.in' থাকবে শেষে।
এদিকে এদিন বাজেট পর্ব মেটার পর নয়া রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক। সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। ফলে ৬.৫ শতাংশ থেকে কমে রেপো রেট এবার দাঁড়াল ৬.২৫ শতাংশে। প্রসঙ্গত, গত দুই বছর রেপো রেট অপরিবর্তিত রেখেছিল আরবিআই। অন্যদিকে শেষবার ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার। অবশেষে কয়েক বছর পেরিয়ে ফের কমানো হল সুদের হার।
