shono
Advertisement
Digha

বড়দিন বা বর্ষশেষে দিঘা যাওয়ার প্ল্যান! পর্যটকদের স্বস্তি দিয়ে হোটেল ভাড়া নিয়ে বড় নির্দেশ

পর্যটকদের জন্য দিঘায় থাকছে বড় আকর্ষণও।
Published By: Kousik SinhaPosted: 06:00 PM Dec 17, 2025Updated: 06:18 PM Dec 17, 2025

রঞ্জন মহাপাত্র, কাঁথি: সামনেই বড়দিন এবং বর্ষশেষের রাত, নতুন বছর। এই সময় দিঘা, মন্দারমনিতে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে আশা। সেই সুযোগে হোটেল ভাড়া বাড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা প্রশাসনের। বড়দিন এবং নতুন বছরকে মাথায় রেখে উচ্চ পর্যায়ের একটি বৈঠক করেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক ও পুলিশ সুপার। বৈঠকে উপস্থিত ছিলেন হোটেল মালিক সংগঠনের প্রতিনিধিরাও। যেখানে নিরাপত্তা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি রেকর্ড ভিড়ের কথা মাথায় রেখে প্রতিটি হোটেলকেও সতর্ক করা হয়েছে বলে খবর।

Advertisement

মঙ্গলবার দিঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের (ডিএসডিএ) অফিসে উচ্চপর্যায়ের এই বৈঠক হয়। ডিএসডিএ'র প্রধান তথা পুর ও নগরোন্নয়ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পূর্ণেন্দু মাজি ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। সেই বৈঠকে স্পষ্টভাবে হোটেল মালিকদের জানিয়ে দেওয়া হয়, কোনও অবস্থায় ভিড়ের সুযোগ কাজে লাগিয়ে অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। পর্যটনের ভরা মরশুমে হোটেলগুলিতে ভাড়া বাড়িয়ে দেওয়া হয় বলে একাধিকবার অভিযোগ উঠেছে। ভাড়ার তালিকা প্রকাশ্যে আনা হয় না বলেও রয়েছে অভিযোগ। সেদিকেই নজর হোটেল মালিকদের এহেন নির্দেশ জেলাশাসকের।

দিঘা-শঙ্করপুর হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুশান্ত পাত্র বলেন, ''বড়দিন থেকে নিউইয়ার পর্যন্ত এবার রেকর্ড ভিড়ের আশা করা হচ্ছে দিঘায়। সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। একইসঙ্গে হোটেলের ভাড়া কোনও অবস্থায় বাড়ানো যাবে না বলেও সতর্ক করা হয়েছে।'' পাশাপাশি এবার দিঘা, মন্দারমনিতে রেকর্ড ভিড় হবে বলে মনে করা হচ্ছে। ফলে নিরাপত্তায় কোথাও খামতি রাখতে চাইছে না জেলা পুলিশ প্রশাসন। প্রত্যেকটি হোটেলকে ইতিমধ্যে সতর্ক করা হয়েছে। বিশেষ করে সিসি ক্যামেরা, অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিক রাখতে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং ভিড় নিয়ন্ত্রণে বাড়তি ফোর্স দিঘায় মোতায়েন করা হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার। বড় জায়গাগুলিতে বসানো হবে পুলিশ পিকেটও। সাদা পোশাকের পুলিশও মোতায়েন থাকবে।

এছাড়াও সিসি ক্যামেরা, ড্রোনের মাধ্যমেও কড়া নজরদারি চলবে বলে জানানো হয়েছে পুলিশের তরফে। অন্যদিকে আগামী ২৩ ডিসেম্বর থেকেই আলোর রোশনাইয়ে দিঘাকে সাজিয়ে তোলা হবে। সাজিয়ে তোলা হবে জগন্নাথ মন্দিরকেও। এছাড়াও থাকছে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও। আগামী ৩০ ও ৩১ ডিসেম্বর ওল্ড দিঘা বিশ্ববাংলা উদ্যান-১ ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও ওল্ডদিঘা এবং নিউ দিঘার দু’জায়গায় ভাসমান লঞ্চ থেকে গ্রিনবাজি প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বছর শেষে দিঘা, মন্দারমনিতে লক্ষাধিক মানুষের ভিড় হবে বলে আশা।
  • সেই সুযোগে হোটেল ভাড়া বাড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা প্রশাসনের।
  • উচ্চ পর্যায়ের বৈঠকে বড় নির্দেশ জেলা প্রশাসনের।
Advertisement