shono
Advertisement
Telegram

নিরাপত্তায় জোর! ইউজারদের সুবিধার্থে একগুচ্ছ নয়া ফিচার আনল টেলিগ্রাম

কী কী নতুন আপডেট থাকছে?
Published By: Subhankar PatraPosted: 12:22 AM Mar 10, 2025Updated: 12:22 AM Mar 10, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর! লক্ষ, লক্ষ ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট নিয়ে এসেছে এই অ্যাপ। টেলিগ্রাম জানিয়েছে, নতুন ফিচারগুলি ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করবে। কী কী আপডেট থাকছে নতুন ভার্সনে?

Advertisement

নতুন মেসেজের জন্য স্টার মার্ক করার সুবিধা। এই নতুন ফিচারে কী করতে পারবেন ব্যবহারকারীরা? টেলিগ্রাম জানিয়েছে, প্রিমিয়াম ব্যবহারকারীদের কাছে নতুন কোনও নম্বর থেকে বার্তা এলে তা স্টার করতে পারবেন তাঁরা। যার ফলে স্প্যাম চ্যাট কমবে। এমনকী ব্যবহারকারীরা টেলিগ্রাম স্টার বানাতে পারবেন।

নয়া আপডেটে 'কন্টাক্ট কনফার্মেশন' নামে নতুন ফিচার যোগ করা হয়েছে। এই নতুন ফিচারের ফলে কোনও অচেনা নম্বর থেকে বার্তা এলে, নতুন একটি নোটিফিকেশন আসবে ব্যবহারকারীর মোবাইলে। সেখানে বার্তা পাঠানোকারীর সমস্ত তথ্য থাকবে। তিনি কোন দেশের বাসিন্দা, কোনও গ্রুপে তাঁরা একসঙ্গে রয়েছেন কি না, তাঁদের অ্যাকাউন্টের তথ্য যেমন, কবে থেকে ওই ব্যক্তি টেলিগ্রাম ব্যবহার করছেন ইত্যাদি তথ্য প্রদান করা হবে।

নতুন আপডেট ভার্সানে ব্যবহারকারীরা এখন তাঁদের জমানো স্টারগুলো ব্যবহার করে অন্যদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপহার দিতে পারবেন। টেলিগ্রাম আরও জানিয়েছে, ব্যবহারকারীরা ২১ দিন অন্তর তাঁদের স্টার ব্যবহার করতে পারবেন। এছাড়াও প্রোফাইল কভারে ৬টি উপহার পিন করে রাখার সুবিধা পাবেন ব্যবহারকারীরা। সেটিংস থেকে মাই প্রোফাইলের গিফ্ট সেকশনে গিয়ে তা খুব সহজেই অ্যাক্সেস করতে পারবেন ব্যবহারকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেলিগ্রাম ব্যবহারকারীদের জন্য সুখবর! লক্ষ, লক্ষ ব্যবহারকারীদের জন্য নতুন আপঢেড নিয়ে এসেছে এই অ্যাপ সংস্থা।
  • টেলিগ্রামের মতে, নতুন ফিচারগুলি ব্যবহারকারীদের নিরাপত্তা আরও জোরদার করবে।
  • কী কী আপডেট থাকছে নতুন ভার্সনে?
Advertisement