shono
Advertisement
OYO

সোশাল মিডিয়ায় আচমকা OYO বয়কটের ডাক! কী এমন হল?

এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং #BoycottOYO।
Published By: Sulaya SinghaPosted: 11:36 AM Feb 22, 2025Updated: 11:36 AM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবিবাহিত যুগলকে আর একসঙ্গে হোটেলের এক রুমে থাকার অনুমতি দেওয়া হবে না। কয়েক মাস আগে এমন সিদ্ধান্তের কথা জানিয়ে শিরোনামে উঠে এসেছিল OYO। আর এবার এই সংস্থার এক বিজ্ঞাপন ঘিরে তুমুল বিতর্ক। সোশাল মিডিয়ায় উঠল ওয়ো বয়কটের ডাকও!

Advertisement

জেন জি-র কাছে অতি জনপ্রিয় এই সংস্থা। ভিড়ের থেকে দূরে নিরিবিলিতে সময় কাটাতে অনেকেই রুম ভাড়া করে থাকেন। যদিও সংস্থার নতুন নিয়মে খানিকটা হলেও সমস্যায় পড়েছেন প্রেমিক-প্রেমিকারা। তবে সংস্থা জানিয়েছিল, এর জন্য তাদের ব্যবসায় কোনও প্রভাব পড়েনি। কিন্তু এবার এক বিজ্ঞাপন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের কাছে। কোন বিজ্ঞাপনের জন্য নেটদুনিয়ার রোষের মুখে পড়তে হল OYO-কে? সম্প্রতি একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত হয় OYO-র বিজ্ঞাপন। যেখানে OYO নামটির নিচে লেখা, "ভগবান হর জগা হ্যায়, অউর OYO ভি।" অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন, আর OYO-ও। আর এতেই চটেছে নেটদুনিয়ার বাসিন্দারা। অনেকেরই দাবি, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সংস্থা।

সর্বত্র ঈশ্বরের অস্তিত্বের সঙ্গে ওয়ো যেভাবে নিজেদের তুলনা টেনেছে, তা মেনে নিতে রাজি নন কেউই। এমন বিজ্ঞাপন ঈশ্বরকে অপমানের শামিল বলেও দাবি অনেকের। আর এই কারণেই সোশাল মিডিয়ায় এই সংস্থাকে বয়কটের ডাক উঠেছে। এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিং #BoycottOYO। এত বিতর্কের মধ্য়েও অবশ্য নেটিজেনদের একাংশের দাবি, নিজেদের পরিষেবার মধ্যে দিয়ে OYO আসলে মানব সেবাই করছে। তাই এ নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। তবে সেই সব মন্তব্যও পড়েছে সমালোচনার মুখে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি একটি হিন্দি সংবাদপত্রে প্রকাশিত হয় OYO-র বিজ্ঞাপন। যেখানে OYO নামটির নিচে লেখা, "ভগবান হর জগা হ্যায়, অউর OYO ভি।"
  • অর্থাৎ ঈশ্বর সর্বত্র আছেন, আর OYO-ও। আর এতেই চটেছে নেটদুনিয়ার বাসিন্দারা।
  • অনেকেরই দাবি, মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছে এই সংস্থা।
Advertisement