shono
Advertisement
Malware

সাবধান! এই অ্যাপ আপনার ফোনে থাকলে চুরি যাবে সমস্ত ছবি

আসলে এই অ্যাপ এক ছদ্মবেশী অ্যাপ।
Published By: Biswadip DeyPosted: 03:19 PM Jun 28, 2025Updated: 04:20 PM Jun 28, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারের ফাঁদ পাতা ভুবনে। কখন, কোথায় আপনার স্মার্টফোনে কে ফাঁদ পাতবে, কে চুপিসারে হাতি নেবে তথ্য, ছবি বোঝা দুষ্কর। এবার শোনা যাচ্ছে এক নতুন ম্যালওয়ারের নাম। 'স্পার্ককিট্টি'। এই ম্যালওয়ার ফাঁকতালে ছবি হাতিয়ে নিতে পারে। সে আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস, যাই থাকুক না কেন। কাজেই সাধু সাবধান!

Advertisement

কীভাবে কাজ করে স্পার্ককিট্টি?

আসলে এই অ্যাপ এক ছদ্মবেশী অ্যাপ। আপাতভাবে দেখলে মনে হবে ক্রিপ্টোকারেন্সির অ্যাপ। ডাউনলোড করে ফেললেই সর্বনাশ। ফটো গ্যালারিতে থাকা সমস্ত ছবি হাতিয়ে নেবে অ্যাপটি।

বাঁচার উপায়?

যদি বুঝতে পারেন কোনও সন্দেহজনক অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন, দ্রুত সেটাকে আনইনস্টল করে ফেলুন।

ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের রিকভারি ফ্রেজের কোনও স্ক্রিনশট নেবেন না।

কোনও অ্যাপ ডাউনলোড করার সময় যদি ফোনের ফটো লাইব্রেরির অ্যাক্সেস চায় কোনও ভাবেই সেটা নিয়ে সন্দেহ থাকলে এই অনুমতি দেবেন না।

কী করে বুঝবেন আপনার ফোনে নজরদারি চলছে?

অস্বাভাবিক হারে কমে যাচ্ছে ব্যাটারির শক্তি? সতর্ক হোন।

আপনার যদি অ্যান্ড্রয়েড ফোন হয়, তাহলে সোজা চলে যান সেটিংসে। তারপর প্রাইভেসি। সবশেষে পারমিশন ম্যানেজার। আইফোনের ক্ষেত্রে সেটিং থেকে প্রাইভেসিতে গিয়ে দেখে নিন কোন কোন অ্যাপকে ক্যামেরা, মাইক্রোফোন ও লোকেশনের অ্যাক্সেস কোন কোন অ্যাপকে দিয়ে রেখেছেন। এছাড়াও অনেক সময়ই রিমোট সার্ভারের সঙ্গে যোগ থাকে স্পাই অ্যাপগুলির। দেখুন ওয়্যারশার্কের মতো কোনও মনিটরিং টুল আপনার সিস্টেমের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিনা। এবং আপনার ওয়াই ফাইয়ের রাউটারে কোনও অচেনা কানেকশন থেকে লগ ইন করা হয়েছে কিনা সেটাও দেখে নিন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শোনা যাচ্ছে এক নতুন ম্যালওয়ারের নাম। 'স্পার্ককিট্টি'।
  • এই ম্যালওয়ার ফাঁকতালে ছবি হাতিয়ে নিতে পারে।
  • সে আপনার হাতে অ্যান্ড্রয়েড অথবা আইওএস ডিভাইস, যাই থাকুক না কেন। কাজেই সাধু সাবধান!
Advertisement