shono
Advertisement

এই প্রথমবার, ভেঙে পড়ল দেশীয় প্রযুক্তির তেজস যুদ্ধবিমান

রাজস্থানে ট্রেনিংয়ের সময়ে ভেঙে পড়েছে তেজস।
Posted: 04:36 PM Mar 12, 2024Updated: 04:52 PM Mar 12, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাসে প্রথমবার। ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার তেজস (Tejas)। মঙ্গলবার রাজস্থানে (Rajasthan) ভেঙে পড়েছে ভারতীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানটি। তবে গোটা ঘটনায় হতাহতের খবর মেলেনি।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দুটো নাগাদ জয়সলমীরের একটি হস্টেলের মাঠে আচমকাই ভেঙে পড়ে তেজস। সঙ্গে সঙ্গেই দাউদাউ করে আগুন ধরে যায়। তবে তার আগেই যুদ্ধবিমান থেকে বেরিয়ে গিয়েছিলেন পাইলট। তার পরেই মাঠে আছড়ে পড়ে তেজস। ভয়াবহ দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। প্রসঙ্গত, ২০০১ থেকে পরীক্ষামূলকভাবে তেজস চালানো শুরু হয়। তার পরে ২০১৬ সালে বায়ুসেনার (Indian Air Force) অন্তর্ভুক্ত করা হয় তেজস। গত বছরই আধঘণ্টা ধরে দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজস চালিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) স্বয়ং।

[আরও পড়ুন: মাদক পাচারের ঘাঁটি গুজরাট বন্দর! এবার বাজেয়াপ্ত ৪৫০ কোটির ড্রাগস, গ্রেপ্তার ৬ পাকিস্তানি]

তবে বায়ুসেনার অন্তর্ভুক্ত তেজস ভেঙে পড়ার ঘটনা কোনওদিন ঘটেনি ইতিহাসে। প্রথমবার তেজস ভেঙে পড়ায় নড়েচড়ে বসেছেন বায়ুসেনার আধিকারিকরা। দুর্ঘটনার পরে বায়ুসেনার তরফে টুইট করে জানানো হয়, ইতিমধ্যেই কোর্ট অফ এনকোয়ারি গঠন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে এই কমিটি। বায়ুসেনার তরফে বলা হয়, ট্রেনিং করতে গিয়েই ভেঙে পড়েছে তেজস।

 

প্রসঙ্গত, রাজস্থানে ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমানগুলোর প্রদর্শনী চলছে। ভেঙে পড়া তেজস সেই প্রদর্শনীর অংশ ছিল কিনা জানা যায়নি। যুদ্ধবিমান ভেঙে পড়ার পরে আগুন ধরে গেলেও পরে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে খবর। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান ভেঙে পড়ার আগের মুহূর্তে প্যারাশুটে চেপে লাফিয়ে পড়েছিলেন পাইলট। তাঁর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর। কীভাবে তেজস থেকে প্যারাশুটে চেপে বেরলেন পাইলট, ভাইরাল হয়েছে সেই ভিডিও। 

[আরও পড়ুন: ‘কারও নাগরিকত্ব যাবে না’, CAA সমর্থন করে মুসলিমদের বার্তা জামাত প্রধান রজভির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement