সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আভাস আগেই দিয়েছিলেন- "এবার ভয়ঙ্কর খেলা হবে।" এবার 'বিগ ফ্রাইডে' চমক দিলেন দেব। 'টেক্কা'র পয়লা ঝলকে (Tekka Teaser) 'কমনম্যান' দেবের সিস্টেম-সমাজের ভিত নড়িয়ে দেওয়ার ঝলক দেখালেন সৃজিত মুখোপাধ্যায়। ছাপোষা, সাদামাটা অবতারে, সুপারস্টারকে বলতে শোনা গেল, "পৃথিবীর সবথেকে বড় অবরাধ গরীব হওয়া। সমাজে ভূতের মতো ঘুরে বেড়ালেও যাঁদের খোঁজ করে রাখে না। কেউ চেনে না। তবে এবার চিনবে।" সৃজিত মুখোপাধ্যায়ের ফ্রেমে রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়েরাও কেতাদুরস্ত। প্রতিটা চরিত্র স্বতন্ত্রভাবে গুরুত্বপূর্ণ, টিজারেই বুঝিয়ে দিলেন পরিচালক।
সৃজিত মুখোপাধ্যায়ের পুজো রিলিজ 'টেক্কা' ছবিতে যে আবারও বাজিমাত করতে চলেছেন দেব, তা পয়লা ঝলকেই দেখা গেল। সুপারস্টারসুলভ চরিত্রের খোলস ছেড়ে বছরখানেক আগে থেকেই নিজেকে নিয়ে এক্সপেরিমেন্ট শুরু করেছেন তিনি। প্রতিটা ছবিতে নিজেকে ভেঙে-গড়ে নতুন মোড়কে প্রকাশ্যে নিয়ে আসছেন। সৃজিতের 'টেক্কা'তেও তার অন্যথা হল না। ইকলাখের ভূমিকায় দেখা যাবে দেবকে। বাড়ির পরিচারক। এক খুদে মেয়েকে স্কুল থেকে অপহরণ করেই সমাজের উঁচুতলার সঙ্গে প্রতিশোধ নেবে যে ইকলাখ। টিজারে এক সাধারণ মানুষ হিসেবে দুষ্টের দমন, শিষ্টের পালনের বার্তা দিতে দেখা গেল দেবকে।
[আরও পড়ুন: ‘আমিও হ্যারাসড হয়ে সোচ্চার হয়েছি, কাজেও ক্ষতি হয়েছে’, বিস্ফোরক অভিযোগ স্বস্তিকার]
অপহরণ হওয়া খুদেকে বাঁচাতে ময়দানে পুলিশ অফিসার রুক্মিণী মৈত্রও ততোধিক ঝাঁজালো। স্বস্তিকা মুখোপাধ্যায়ের চরিত্রটিকে আবেগপ্রবণ দেখালো। সূত্রের খবর, খবরের জগতের ঝাঁজালো চরিত্রে দেখা যাবে তাঁকে। তবে শেষপাতে দারুণ চমক দেবেন সৃজিত মুখোপাধ্যায়। সেই বিষয়ে এই পরিসরে বিস্তরে না ভাঙাই ভালো। অপেক্ষা করতে হবে পুজো অবধি। কারণ ৮ অক্টোবর রিলিজ করছে 'টেক্কা'।