shono
Advertisement

শ্রীদেবীর ‘লাকি হিরো’ প্রয়াত, হৃদরোগেই হার মারলেন তেলুগু হার্টথ্রব চন্দ্র মোহন

বয়স হয়েছিল ৮২।
Posted: 01:55 PM Nov 11, 2023Updated: 02:25 PM Nov 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত তেলুগু ছবির কিংবদন্তি অভিনেতা চন্দ্র মোহন। শুক্রবার ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা। তাঁর বয়স হয়েছিল ৮২।

Advertisement

কেরিয়ারের প্রথম থেকেই নানাধরনের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন চন্দ্র মোহন। শুধু নায়ক নয়, ভিলেন হয়েও দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন চন্দ্র মোহন। প্রায় ৯০০-এর বেশি দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন তিনি। তেলুগু ইন্ডাস্ট্রিতে তাঁকে ডাকা হতো ‘লাকি হিরো’ বা ‘লাকি চার্ম’। বিশেষ করে সাত ও আটের দশকের নায়িকাদের মধ্য়ে দারুণ জনপ্রিয় ছিলেন চন্দ্র মোহন। শ্রীদেবী, জয়াপ্রদার কেরিয়ার গ্রাফকে উর্ধ্বমুখী করার নেপথ্য নায়ক ছিলেন এই অভিনেতা। বলা হয়, দক্ষিণী ছবিতে শ্রীদেবী ও জয়াপ্রদাকে নিজে হাতে স্টার বানিয়ে ছিলেন চন্দ্র মোহন। ১৯৬৬ সালে অভিনয়ে পা রাখেন চন্দ্র মোহন। সাতের দশকের শুরুতেই একাই রাজত্ব করেছিলেন তেলুগু ইন্ডাস্ট্রিতে। শ্রীদেবীর সঙ্গে জুটি বেঁধে ‘পাদাহারেল্লা ভায়াসু’ সুপারহিট হয়েছিল। 

[আরও পড়ুন: ‘মামলা হওয়া উচিত!’, রহমানের নজরুলগীতি রিমেক নিয়ে ক্ষুব্ধ পণ্ডিত অজয় চক্রবর্তী]

সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ১৩ নভেম্বর হায়দরাবাদে অনুষ্ঠীত হবে অভিনেতার শেষকৃত্য। চন্দ্র মোহনের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তেলুগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকারা।

[আরও পড়ুন: দিওয়ালির উপহার ‘ডাঙ্কি’র নতুন পোস্টার, পরিবারের গুরুত্ব কী? বোঝালেন শাহরুখ]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement