shono
Advertisement
Bigg Boss

কমছে বাজেট! পারিশ্রমিক কমবে 'বিগ বস' সলমনের? এই সিজনে কত পাবেন ভাইজান?

সিজন দীর্ঘ হলেও কমেছে এবারের 'বিগ বস'-এর বাজেট।
Published By: Arani BhattacharyaPosted: 10:40 AM Jul 24, 2025Updated: 10:40 AM Jul 24, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে চলেছে 'বিগ বস' সিজন ১৯। জনপ্রিয় এই শোয়ের নতুন সিজনের জন্য ইতিমধ্যেই উচ্ছ্বসিত দর্শক। শোনা যাচ্ছে 'বিগ বস'-এর এই সিজনই নাকি হতে চলেছে সবচেয়ে দীর্ঘ সিজন। তবে সিজন দীর্ঘ হলেও কমেছে এবারের 'বিগ বস'-এর বাজেট। সঙ্গে কমেছে সলমন খানের পারিশ্রমিকও।

Advertisement

প্রথমদিকে সলমন এই সিজনে সঞ্চালনার জন্য কত পারিশ্রমিক নেবেন তা নিয়ে এক জল্পনা শুরু হয়েছিল। তাঁর বিভিন্ন অঙ্কের পারিশ্রমিক পাওয়ার কথা নিয়ে নেটিজেনরা নানা গুঞ্জন তৈরি করেছিলেন। এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে এই সিজনে সার্বিকভাবে বাজেট কমেছে। তাই একইসঙ্গে কমেছে সলমনের পারিশ্রমিক। এবারের সিজনে সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান। এর আগে বিগ বস ১৭ ও বিগ বস ১৮-এর জন্য সলমন ২৫০ কোটি ও ২০০ কোটি টাকা পারিশ্রমিক হিসাবে নিয়েছিলেন। এবার বিগ বসের পর্বগুলি প্রথমে আসবে ওটিটি প্ল্যাটফর্মে। এবারের সিজনে যোগ দিতে পারেন গৌতমি কাপুর, ধীরজ ধুপার, গৌরব খান্না, ধনশ্রী বর্মা প্রমুখ।

অন্যদিকে চলতি বছরেই মুক্তি পেয়েছে সলমন অভিনীত ‘সিকন্দর’। আশার আলো দেখিয়েও খুব একটা ব্যবসা করতে পারেনি সেই ছবি। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। বছর খানেক ধরেই যদিও মন্দা বাজার ভাইজানের। এর মধ্যেই দেশভক্তির জোয়ার এনে সাফল্যের চাবিকাঠি ছুঁতে চাইছেন অভিনেতা। সিনেমার নাম ‘ব্যাটল অফ গালওয়ান’। গালওয়ান উপত্যকায় ২০২০ সালের ভারত-চিন সংঘাত নিয়ে একটি সিনেমা তৈরি করতে চলেছেন অপূর্ব লাখিয়া। যিনি এর আগে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবিটি পরিচালনা করেছেন। সেই পরিচালকই এবার দুই প্রতিবেশী দেশের চাপানোতরের কাহিনি পর্দায় তুলে ধরার পরিকল্পনা করেছেন। যেখানে মুখ্য ভূমিকায় সেনাজওয়ানের চরিত্রে দেখা যাবে সলমন খানকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রথমদিকে সলমন এই সিজনে সঞ্চালনার জন্য কত পারিশ্রমিক নেবেন তা নিয়ে এক জল্পনা শুরু হয়েছিল
  • এবার সর্বভারতীয় সংবাদমাধ্যমসূত্রে জানা যাচ্ছে যে এই সিজনে সার্বিকভাবে বাজেট কমেছে। তাই একইসঙ্গে কমেছে সলমনের পারিশ্রমিক।
  • এবারের সিজনে সঞ্চালনার জন্য ১২০-১৫০ কোটি টাকা পারিশ্রমিক পাবেন ভাইজান।
Advertisement