সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলেব হলেই যে সাত খুন মাফ নয়, তা ভালই টের পেয়েছেন তেলেগু ছবির জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল হায়তি। এক আইপিএস অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করায় অভিনেত্রীর বিরুদ্ধে দায়ের হল মামলা। তবে শুধু অভিনেত্রী নয়, অভিযোগ দায়ের হল তাঁর প্রেমিকের নামেও।
[আরও পড়ুন: ‘মন্দিরে নাকি টাকা নষ্ট হয় এখন কেন যাচ্ছ?’, কেদারনাথ দর্শনে গিয়ে কটাক্ষের মুখে অক্ষয়]
তা ঠিক কী ঘটেছে?
যত কাণ্ড গাড়ি পার্কিং নিয়ে। অভিনেত্রী ডিম্পল এবং ওই পুলিশ কর্তা দু’জনেই হায়দরাবাদের অভিজাত এলাকা জুবিলি হিলসের বাসিন্দা। সেখানেই গাড়ি পার্কিং করতে গিয়ে অশান্তিতে আইপিএস অফিসার ও তাঁর গাড়ি চালকের সঙ্গে অশান্তি জড়ান ডিম্পল ও তাঁর প্রেমিক ভিক্টর। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, গাড়ি পার্ক করতে গিয়ে আইপএস অফিসারের গাড়িতে ধাক্কা মারেন অভিনেত্রীর প্রেমিক। এই ঘটনার প্রতিবাদ করতে গেলে, আইপিএস অফিসারের গাড়ির চালকের উপর চড়াও হন ডিম্পল। শুধু তাই নয়, অফিসারের গাড়িতে লাথিও মারেন তিনি। পার্কিংয়ে থাকা সিসিটিভির সূত্র ধরেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৩ ধারা, ৩৪১ ধারা ও ২৭৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।