সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নক্ষত্র পতন। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা জয় প্রকাশ রেড্ডি (Jaya Prakash Reddy)। মঙ্গলবার সকালে খবর প্রকাশ্যে আসার পর শোকস্তব্ধ চলচ্চিত্র মহল।
চলতি বছর বিনোদন জগতের ক্ষেত্রে মোটেও ভাল যাচ্ছে না। করোনা (CoronaVirus) সংকটের জেরে দীর্ঘদিন শুটিং বন্ধ ছিল। নিউ নর্মালে তা শুরু হলেও হাজারও বিধিনিষেধ মেনে কাজ করতে হচ্ছে। সিনেমা হলগুলি এখনও খোলার অনুমতি পায়নি। এরই মধ্যে একের পর এক মৃত্যু সংবাদ এসে চলেছে। ইরফান খান, ঋষি কাপুর থেকে সুশান্ত সিং রাজপুত। একের পর এক মৃত্যুশোক সিনেমাপ্রেমীদের ভারাক্রান্ত করেছে। মঙ্গলবার সকালে আরও এক অভিনেতার মৃত্যু সংবাদ প্রকাশ্যে এল। এদিন সকালে অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) গুন্টুর জেলায় নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বর্ষীয়ান দক্ষিণী অভিনেতা জয় প্রকাশ রেড্ডির।
[আরও পড়ুন: শক্তির ভিন্ন রূপে মহালয়ার অনুষ্ঠান মাতাবেন ছোটপর্দার কন্যারা, দেবী দুর্গা দিতিপ্রিয়া]
১৯৪৬ সালে অন্ধ্রপ্রদেশের সিরভেল জেলায় জন্ম জয় প্রকাশ রেড্ডির। ১৯৮৮ সালে ভেঙ্কটেশ অভিনীত ছবি ‘ব্রহ্মা পুত্রুদু’-র মাধ্যমে সিনেমা জগতে প্রবেশ করেন। পরিচিতি পান তেলুগু ব্লকবাস্টার ‘সমরসিমহা রেড্ডি’ সিনেমায় বীরা রাঘব রেড্ডির চরিত্রে অভিনয় করে। তিন দশকেরও বেশি অভিনয় জীবনে একশোরও বেশি তেলুগু ও তামিল সিনেমায় অভিনয় করেছেন জয় প্রকাশ রেড্ডি। খল চরিত্রের পাশাপাশি তাঁর কৌতুকাভিনয়ও দর্শকদের পছন্দ হয়েছে। শেষ মহেশ বাবু অভিনীত ‘সারিলেরু নিকেভারু’ সিনেমায় অভিনয় করেছিলেন জয়প্রকাশ রেড্ডি। অভিনেতার মৃত্যুর খবর পেয়ে সেই স্মৃতিই স্মরণ করেছেন মহেশ বাবু। শোক প্রকাশ করেছেন জুনিয়র এনটিআর, প্রণিতা সুভাষের মতো দক্ষিণী তারকারাও।
[আরও পড়ুন: কঙ্গনার জন্য কেন ‘Y’ ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা? কেন্দ্রকে প্রশ্ন তৃণমূল সাংসদ মহুয়ার]
The post ফের নক্ষত্র পতন, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা জয় প্রকাশ রেড্ডি appeared first on Sangbad Pratidin.