সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্বের তিন রাজ্যে সাফল্যের মধ্যেই বিজেপির জন্য দুঃসংবাদ সুদূর দাক্ষিণাত্য থেকে। তামিলনাড়ুতে দল ছাড়ছেন বিজেপির একের পর এক নেতা। তাৎপর্যপূর্ণভাবে তারা সকলেই যোগ দিচ্ছেন বিজেপিরই জোটসঙ্গী AIADMK-তে। সেটা নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে আবার শুরু হয়েছে টানাপোড়েন।
দিন কয়েক আগেই তামিল বিজেপির শীর্ষ নেতা তথা আইটি সেলের প্রধান সিটিআর নির্মল কুমার AIADMK-তে যোগ দিয়েছেন। সেই সঙ্গে আইটি সেলের সম্পাদক দিলীপ কান্নান, ওবিসি শাখার সম্পাদক জ্যোথি, এবং দুই মহিলা মোর্চার নেত্রীও শামিল হয়েছেন হয়েছেন প্রয়াত জয়ললিতার দলে। বুধবার আরও ১৩ জন প্রথম সারির নেতা বিজেপি ছেড়ে AIADMK-তে শামিল হয়েছেন। মোট কথা, দক্ষিণের এই রাজ্যটিতে এখন ভাঙন রোখাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিজেপির জন্য।
[আরও পড়ুন: হরিয়ানার পর উত্তরপ্রদেশ, গরু পাচারকারী সন্দেহে ট্রাকচালককে গুলি গোরক্ষকদের]
গেরুয়া শিবিরের আশঙ্কা আগামী দিনে আরও একাধিক নেতা যোগ দিতে পারেন তামিলনাড়ুর প্রধান বিরোধী দলে। আর সেটা নিয়ে দুই জোটসঙ্গীর মধ্যে অশান্তিরও সৃষ্টি হয়েছে। বিজেপির অভিযোগ, AIADMK নেতা ই পালানিস্বামী জোটধর্ম পালন করছেন না। জোটসঙ্গীর ঘোর ভাঙিয়ে বিজেপি নেতৃত্বের বিশ্বাস ভেঙেছেন। স্থানীয় বিজেপি নেতারা মনে করছেন, এবার AIADMK’র সঙ্গে জোট ভেঙে দেওয়া উচিত বিজেপির।
[আরও পড়ুন: ৬ দিনে ছ’কোটি নগদে সম্পত্তি কেনেন কেষ্ট! টাকার উৎস কী? অনুব্রতর কাছে উত্তর চাইছে ED]
উল্লেখ্য, ২০২১ সালে তামিলনাড়ুর নির্বাচনে AIADMK এবং বিজেপি জোট করে নির্বাচনে লড়েছে। তারপর থেকে সেই জোট এখনও বজায় আছে। কিন্তু এবার রাজ্য বিজেপি দলে ভাঙন নিয়ে রীতিমতো উদ্বিগ্ন। ভাঙন যদি রোধ না করা যায়, বা এআইএডিএমকের সঙ্গে জোট যদি ভেঙে যায়, তাহলে দক্ষিণের রাজ্যটিতে বিজেপি বড়সড় ধাক্কা খাবে।