সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোড়া সন্ত্রাসী নাশকতার আশঙ্কা প্রকট হয়েছে দেশের উপর৷ ভারতীয় গোয়েন্দা সংস্থা ও এনআইএ-র সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷ যেখানে উল্লেখ করা হয়েছে, ২৬/১১-র মতোই এবারও বিদেশের মাটিতেই বসেই ভারতে জঙ্গি হানার ছক কষছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবা ও খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহির মাটিকে ব্যবহার করে ভারতবিরোধী ছক কষছে এই দুটি সংগঠন৷
[সমুদ্র থেকে হঠাৎই হারিয়ে গেল আস্ত একটি দ্বীপ!]
গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, নেপালের মাটিকে ব্যবহার করে উত্তর-পূর্বাংশ-সহ সমগ্র দেশে নাশকতার ছক কষছে লস্কর৷ এক্ষেত্রে তাদের সর্বাত্মকভাবে সাহায্য করছে কাঠমাণ্ডু অবস্থিত পাক দূতাবাস৷ তারাই লস্কর জঙ্গিদের কাছে পৌঁছে দিচ্ছে অর্থ ও বিভিন্ন নাশকতামূলক সরঞ্জাম৷ নেপালে জঙ্গিদের আত্মগোপন করারও ব্যবস্থা করে দিচ্ছে পাক দূতাবাসই৷ জানা গিয়েছে, নেপালে একটি ইসলামিক এনজিও বা স্বেচ্ছাসেবী সংগঠন খুলেছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷ সেই সংগঠনের মাধ্যমে অর্থ পৌঁছে যাচ্ছে জঙ্গিদের হাতে৷ পাশাপাশি, কাঠমাণ্ডুতে অবস্থিত পাক দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর অপারেটিভরা৷ যারা জঙ্গিদের সাহায্য করার জন্যই কাজ করছে নেপালে৷ গোয়েন্দাদের এই রিপোর্টই রাতের ঘুম কেড়েছে নয়াদিল্লির৷ কারণ নেপালের সঙ্গে খোলা সীমান্ত রয়েছে ভারতের৷ ফলে সেখান থেকে ভারতের অন্দরে প্রবেশ করা তুলনামূলক অনেক বেশি সহজসাধ্য৷
[শরণার্থীদের উপর গুলি চালানোর নির্দেশ, ট্রাম্পকে আক্রমণ ওবামার]
কেবল লস্করই নয়, ভারতের বিরুদ্ধে ঘুঁটি সাজাচ্ছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি৷ সেক্ষেত্রে তারা ব্যবহার করছে সংযুক্ত আরব আমিরশাহির মাটিকে৷ এনআইএ সূত্রে খবর, আরব আমিরশাহিতে জঙ্গি ঘাঁটি তৈরি করে ফেলেছে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী সংগঠন খালিস্তান লিবারেশন ফোর্স৷ তাদের টার্গেট মূলত পাঞ্জাবে নাশকতা করা এবং সে রাজ্যে সন্ত্রাসের আবহ তৈরি করা৷ সম্প্রতি এই সংগঠনেরই কয়েকজনকে পাকড়াও করেছে পাঞ্জাব পুলিশ৷ তাদের জেরা করেই এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এনআইএ-র হাতে৷
The post বিদেশের মাটিতে বসে ভারতে নাশকতার ছক কষছে লস্কর ও খালিস্তানি জঙ্গিরা appeared first on Sangbad Pratidin.