সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটু জল দেবেন? দরজায় ধাক্কা দিয়ে এভাবেই সাহায্য চেয়েছিল আগন্তুকরা। আপাত নিরীহ, জল চাইতে আসা সেই ব্যক্তিরাই খানিক পরে গুলিতে ঝাঁজরা করে দেবে কাঠুয়ার বিশাল এলাকা-কতজনই বা সেটা ভাবতে পেরেছিলেন?
মঙ্গলবার রাতে জঙ্গি হামলায় কেঁপে ওঠে কাশ্মীরের (Kashmir) কাঠুয়া জেলা। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, মঙ্গলবার হীরানগর এলাকার সাইদা গ্রামে হামলা চালায় জেহাদিরা। এই ঘটনায় তিন গ্রামবাসী আহত হন বলে খবর। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি, নিরাপত্তারক্ষীদের পালটা মারে নিকেশ হয় এক সন্ত্রাসবাদী। জানা গিয়েছে, জঙ্গি হামলায় শহিদ হয়েছেন এক জওয়ান। বুধবার দুপুরে আরেক জঙ্গিকেও নিকেশ করেছে যৌথ নিরাপত্তাবাহিনী।
[আরও পড়ুন: কন্যাশ্রীর ধাঁচে ‘নিযুত ময়না’ প্রকল্প হিমন্তের, প্রতি মাসে ছাত্রীদের স্টাইপেন্ড সরকারের]
কাঠুয়ার অ্যাডিশনাল ডিজিপি আনন্দ জৈন জানান, মঙ্গলবার রাত আটটা নাগাদ সীমান্ত পেরিয়ে সাইদা গ্রামে ঢুকেছিল জঙ্গিরা। তার পরেই গ্রামের একাধিক বাড়িতে গিয়ে কড়া নাড়ে তারা। গ্রামবাসীরা দরজা খুলতেই তাঁদের কাছে জল চেয়েছে জঙ্গিরা। তবে এই ঘটনায় অশনি সংকেত পেয়েছিলেন গ্রামবাসীরা। জল না দিয়ে জঙ্গিদের মুখের উপরে তাঁরা দরজা বন্ধ করে দেন।
জল চাওয়ার ঘটনায় সন্দেহ হতেই পুলিশে খবর পাঠান গ্রামবাসীরা। সঙ্গে সঙ্গে পুলিশের বিশেষ বাহিনী পৌঁছে যায় ওই এলাকায়। তার পরেই শুরু হয় দুপক্ষের গুলির লড়াই। অন্যদিকে, মঙ্গলবার শেষ রাতের দিকে আরও এক হামলার ঘটনা ঘটে জম্মুর ডোডা জেলার। সেখানে ভাদেরওয়া-পাঠানকোট সড়কে ৪ রাষ্ট্রীয় রাইফেলস ও পুলিশের যৌথ চেকপোস্টে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। সেই হামলায় গুরুতর আহত হয়েছেন ৫ জওয়ান ও এক পুলিশ আধিকারিক। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে জইশ-ই-মহম্মদ ঘনিষ্ঠ সংগঠন কাশ্মীর টাইগার্স।