shono
Advertisement

Asian Games: ভারতকন্যাদের প্রতিভায় শীর্ষে তেরঙ্গা, এশিয়ার সেরা হওয়ার পরে হরমনপ্রীতদের অভিনন্দন মোদির

প্রতিভা, দৃঢ়তা, দক্ষতা এবং টিমওয়ার্কের ফসল এই জয়, বলছেন প্রধানমন্ত্রী।
Posted: 07:00 PM Sep 25, 2023Updated: 07:02 PM Sep 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জেতেন ভারতের মেয়েরা। আর তার পরেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) অভিনন্দন জানিয়েছেন হরমনপ্রীত-স্মৃতি মান্ধানাদের। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন ভারতের ছেলেরা। তাঁদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদি টুইট করেছেন, ”কী দুর্দান্ত পারফরম্যান্স ক্রিকেট দলের। এশিয়ান গেমসে সোনা জেতে মহিলা ক্রিকেট দল। অবিশ্বাস্য এই সাফল্যে আনন্দিত গোটা দেশ।” 

[আরও পড়ুন: এশিয়ান গেমসে হরমনপ্রীতদের ‘চক দে’, প্রথমবার নেমেই সোনা জয় ভারতের]

দীর্ঘদিন ধরেই ‘বেটি বাঁচাও’, ‘বেটি পড়াও’-এর ধ্বনি তুলেছে কেন্দ্র। এদিন এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এশিয়াসেরার শিরস্ত্রাণ মাথায় তোলার পরে মোদি অভিনন্দন জানিয়েছেন দেশের সোনার মেয়েদের। প্রধানমন্ত্রী আরও বলেন, ”প্রতিভা, চারিত্রিক দৃঢ়তা, দক্ষতা এবং টিমওয়ার্কের মাধ্যমে আমাদের মেয়েরা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঁচুতে তুলে ধরেছে ক্রীড়াক্ষেত্রে। দুর্দান্ত এই জয়ের জন্য অভিনন্দন জানাই ওদের।”

সোনা জয়ী এযার রাইফেল দলকে অভিনন্দন জানিয়ে মোদি বলেছেন, ”পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে আমাদের পুরুষ দল সোনা জিতে নিয়েছে। প্রেরণাদায়ক পারফরম্যান্সের মাধ্যমে ওরা বিশ্ব রেকর্ড ভেঙে সোনা জিতেছে।” 

[আরও পড়ুন: EXCLUSIVE, Titas Sadhu: ২২ কিমি দৌড়, জিম আর পরিশ্রম, অগ্নিকন্যা তিতাসের উত্থানের কাহিনি শোনালেন বাবা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement