shono
Advertisement

নতুন কিছু করতে গেলে যে সমস্যাগুলি হামেশা পোহাতে হয়

আপনারও কী রোজকার জীবনে এই সমস্যাগুলো হয়? The post নতুন কিছু করতে গেলে যে সমস্যাগুলি হামেশা পোহাতে হয় appeared first on Sangbad Pratidin.
Posted: 09:44 PM Mar 16, 2017Updated: 04:14 PM Mar 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃষ্টিসুখ সে বোঝে, যাঁর মন প্রতিনিয়ত চিন্তার ভাঙা-গড়ার খেলায় মাতে৷ এই খেলায় হার-জিত নিরন্তর প্রক্রিয়া৷ আর এই প্রক্রিয়াতেই মন খুঁজে পায় নতুনত্বের পথ৷ সেই পথে যাঁরা চলেন তাঁদের এই সমস্যাগুলি পোহাতেই হয়৷

Advertisement

 [Jio-কে টেক্কা! খুব সস্তায় রোজ ২ জিবি করে ডেটা দিচ্ছে BSNL]

১)  ভাল চিন্তাগুলো তখনই আসবে, যখন আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে থাকবেন৷  গয়নায় পরিণত হতে গেলে সোনাকে তো তাপ সহ্য করতেই হয়৷

২) সৃষ্টিশীল মানুষজন অন্যদের তুলনায় বেশি আবেগপ্রবণ হয়ে থাকেন৷ এই আবেগ যেমন তাঁদের নতুন কিছু করতে উদ্বুদ্ধ করে, তেমনি অনেক ক্ষেত্রে সামাজিকতার বিরুদ্ধেও নিয়ে যায়৷

৩) সৃষ্টিশীল মানুষের পক্ষে ধারাবাহিকতা রক্ষা করা খুব কঠিন৷ কোনও একটি বিষয়ে তাঁরা খুব সহজেই একঘেয়ে বোধ করেন৷

৪) মনের কথা যাঁরা শুনে চলেন, মাথার যুক্তিকে তাঁরা সব ক্ষেত্রে মানেন না৷ সেই কারণেই অনেক ক্ষেত্রে লোকসানের সম্মুখীন হতে হয় সৃষ্টিশীল মানুষকে৷

৫)  খুব বেশী আত্ম-সমালোচক হয়ে থাকেন এঁরা৷ সবকিছুর দায় নিজের উপর নিয়ে নেন৷

৬) চিন্তাশীল মন কখনও চিন্তা থামাতে পারে না এবং সব কিছু নিয়ে বাড়তি ভাবাটা অভ্যাস হয়ে যায়৷

৭) সারা দিনে একটা সময় তাঁদের সম্পূর্ণ নিজস্ব হয়৷ আর সেই পরিধিতে কারও প্রবেশের অনুমতি থাকে না৷

[ক্যামেরাম্যানের পায়ের উপর দিয়ে চলে গেল শাহরুখের গাড়ির চাকা]

সমস্যার এই বারোমাস্যা পেরিয়েও মন খুঁজে নেয় নিজের পথ৷ দিনের শেষে সেই পথেই মেলে সৃষ্টিসুখ৷

 

The post নতুন কিছু করতে গেলে যে সমস্যাগুলি হামেশা পোহাতে হয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement