shono
Advertisement

সন্তানকে জ্যান্ত কবর কুমারী মায়ের, নতুন জীবনদানে মাতৃত্বের স্বাদ দিল সারমেয়

মাটি খুঁড়ে মরতে বসা বাচ্চাটিকে উদ্ধার কুকুরের৷ The post সন্তানকে জ্যান্ত কবর কুমারী মায়ের, নতুন জীবনদানে মাতৃত্বের স্বাদ দিল সারমেয় appeared first on Sangbad Pratidin.
Posted: 05:35 PM May 18, 2019Updated: 05:35 PM May 18, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র ১৫ বছর৷ মা হয়ে গিয়েছিল মেয়েটি৷ কিন্তু সমাজ তো মেনে নেবে না৷ তাই সমাজের কাছে নিজেকে সুরক্ষিত রাখতে দুধের শিশুটিকে জ্যান্ত কবর দিয়েছিল ১৫ বছরের মা৷ নাঃ, এহেন নৃশংসতার বর্ণনা দেওয়ার জন্য এই প্রতিবেদন নয়৷ বরং অন্ধকার থেকে আলোয় ফেরার গল্প এটি৷

Advertisement

[ আরও পড়ুন: ফের আকাশে ডানা মেলতে চলেছে ‘অভিশপ্ত’ বোয়িং ৭৩৭ ম্যাক্স এইট বিমান]

ঘটনাস্থল থাইল্যান্ডের ব্যান নং খাম গ্রাম৷ মায়ের ফেলে যাওয়া সেই শিশুকে মাটি খুঁড়ে তুলে আনল এক কুকুর৷ মাটি চাপা পড়া একরত্তির হৃদপিণ্ডে তখনও ধুকপুকুনি টের পাওয়া যাচ্ছিল৷ কালো কুচকুচে সারমেয়র হাঁকডাকে তখন জড়ো হয়ে গিয়েছেন আশেপাশের লোকজন৷ তড়িঘড়ি বাচ্চাটিকে হাসপাতালে ভরতি করা হয়৷ চিকিৎসকরা শিশুর স্বাস্থ্য পরীক্ষা করে বলেন, বাচ্চা দিব্যি সুস্থ রয়েছে৷ আর এই যাত্রায় মরতে মরতে শুধুই কুকুর-মায়ের জন্য বেঁচে গেল ওই শিশু৷

এমন মহান কাজ করে যে আন্তরিক বোধে মানুষের থেকে অনেক এগিয়ে গেল এই চারপেয়ে, তার সম্পর্কে আসুন, দু-একটা তথ্য জেনে নিই৷ নাম পিংপং৷ তার মালিক উষা নিসাইখা জানাচ্ছেন, একটা দুর্ঘটনার পর পিংপংয়ের একটা পা জখম হয়ে যায়৷ তারপর থেকে তিন পায়েই চলাফেরা করে তাঁর পোষ্য৷ মালিকের কথায়, ‘ওকে আমার কাছে রেখে দিই কারণ, ও খুব প্রভুভক্ত আর বশংবদ৷ আর আমাকে যে কোনও কাজে ও খুব সাহায্য করে৷ ওকে সারা গ্রাম ভালবাসে৷ আমরা ওকে নিয়ে খুব খুশিতে আছি৷’ তো এই হল সংক্ষেপে এই প্রতিবেদনের নায়ক পিংপং৷ কীভাবে সে জ্যান্ত কবরে চলে যাওয়া বাচ্চাটাকে উদ্ধার করল? গ্রামবাসীদের সঙ্গে কথা বলে জানা গেল, গ্রামের একটা জায়গায় উঁচু হয়ে থাকা মাটি দেখে নিজেই সেদিকে এগিয়ে যায় পিংপং৷ সামনের দুটো পা দিয়ে মাটি খুঁড়তে থাকে৷ তাতেই বেরিয়ে আসে কচি কচি হাত, পা৷ বোঝা যায়, মাটির ভিতর রয়েছে এক সদ্যোজাত৷

যে মা-রূপী মেয়েটি নিজেকে সামাজিক কলঙ্কমুক্ত করতে সদ্যোজাতকে কবর দিয়ে রেখেছিল, শাস্তি পেয়েছে সেও৷ মেয়েটি তার কৃতকর্মের জন্য অনুতাপ প্রকাশ করেছে৷ পুলিশের মধ্যস্থতায় পরিবারের সঙ্গে কথাবার্তা বলে ঠিক হয়েছে, কুমারী মেয়ের অভিভাবকরা শিশুটির দায়িত্ব নেবেন৷ পিংপং না থাকলে হয়ত এই প্রতিবেদনের এমন এক মধুর সমাপ্তি হত না৷

[ আরও পড়ুন: ফের ভেস্তে গেল বৈঠক, ব্রেক্সিট জটে জেরবার ব্রিটিশ প্রধানমন্ত্রী মে] 

The post সন্তানকে জ্যান্ত কবর কুমারী মায়ের, নতুন জীবনদানে মাতৃত্বের স্বাদ দিল সারমেয় appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement