shono
Advertisement

ডাক বিভাগে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানা তো?

আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন৷ The post ডাক বিভাগে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানা তো? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:33 PM Aug 07, 2019Updated: 05:48 PM Aug 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার মাধ্যমিক পাশ হলেই মিলতে পারে চাকরির সুযোগ৷ গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ মঙ্গলবারই বিজ্ঞপ্তি জারি করে ১০ হাজার ৬৬জনকে নিয়োগের পরিকল্পনার কথা ঘোষণা করা হয়েছে৷ আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত করা যাবে আবেদন৷

Advertisement

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা:
১. আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ হতেই হবে৷
২. আগ্রহী প্রার্থীকে অঙ্ক এবং ইংরাজিতে পাশ হতেই হবে৷
৩. আবেদনকারী অবশ্যই হিন্দি, ইংরাজি এবং স্থানীয় ভাষায় দক্ষ হওয়া আবশ্যক৷
৪. কম্পিউটারে মাত্র ৬০দিনের প্রশিক্ষণের শংসাপত্র জমা দিতেই হবে৷

[আরও পড়ুন: অষ্টম শ্রেণি পাশ হলেই কলকাতা পুলিশে মিলতে পারে চাকরির সুযোগ]

আবেদনের পদ্ধতি:
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন করতে হবে www.appost.in ওয়েবসাইটে গিয়ে। ৫ আগস্ট থেকে আবেদন করা যাবে। আবেদন গ্রহণ হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত। 

আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ সর্বোচ্চ ৪০ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে৷ এছাড়াও নির্ধারিত নিয়ম অনুযায়ী তফসিলি জাতি-উপজাতির প্রার্থী এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থী ৩ বছর  এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৫ বছর পর্যন্ত বয়সে ছাড় পাবেন৷

[আরও পড়ুন: স্নাতক হলেই মিলতে পারে ব্যাংকে চাকরি, জেনে নিন কীভাবে?]

বিঃ দ্রঃ-
১.
নির্বাচনের প্রক্রিয়া জানার জন্য আবেদনকারীদের www.appost.in -এ নজর রাখতে হবে৷
২. নির্বাচিত প্রার্থীদের অসম, বিহার, গুজরাট, কর্ণাটক, কেরল এবং পাঞ্জাবের ডাক বিভাগে নিয়োগ করা হবে৷

The post ডাক বিভাগে অন্তত ১০ হাজার কর্মী নিয়োগ, আবেদনের পদ্ধতি জানা তো? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement