সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রধানমন্ত্রীর প্রতি আস্থা অগাধ, বুকে তাই ট্যাটু করে লেখা মোদির নাম৷ কিন্তু তাতেই পড়তে হল বিপাকে৷ এর জেরেই দেশের সেনাবাহিনীতে যোগ দিতে ব্যর্থ হল সৌরভ বিলগাইআন নামে এক বছর তেইশের যুবক৷
মধ্যপ্রদেশের এই যুবক মোদির ভক্ত৷ বিগত লোকসভা নির্বাচনে প্রচার চলাকালীনই ঠিক করে ফেলেন মোদি নাম লিখে রাখবেন বুকে৷ সেইমতো করিয়েছিলেন ট্যাটু৷ সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর নামও লেখা৷ লেখা-‘যবতক সুরজ চাঁদ রহেগা শিবরাজ মামা ও মোদি কা নাম রহেগা৷’ প্রশাসনের প্রতি তাঁর যে নির্বিকল্প আস্থা তা বোঝাই যায়৷ কিন্তু দেশের সেনা এই আবেগকে প্রশ্রয় দিতে নারাজ৷ সেনার নিয়ম অনুযায়ী, সেনার শরীরের কোনও অংশে কোনও ট্যাটু থাকা চলবে না. শুধু হাতের নীচের অংশে অর্থা কনুই থেকে কবজির মধ্যে ট্যাটু থাকতে পারে৷ এই যুবক তাই শারীরিক সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হলেও শেষমেশ সেনায় যোগ দিতে পারেননি৷
তবে একবার, দু’বার নয়, সেনায় যোগ দিতে টানা পাঁচবার চেষ্টা করেছেন তিনি৷ প্রতিবারই ট্যাটুর কারণে তাঁকে বাদ দেওয়া হয়েছে৷ আর তাই বেশ ক্ষুব্ধ এই যুবক৷ কিন্তু সেনার নিয়ম না মানলে সবরকম যোগ্যতা থাকা সত্ত্বেও যে কখনই বাহিনীতে তাঁর যোগ দেওয়া হবে না, তা স্পষ্ট৷ দেশের প্রতি ভালবাসার খাতিরে মোদির নাম কি বুক থেকে মুছে দেবেন এই যুবক? আপাতত এর কোনও উত্তর মেলেনি তাঁর থেকে৷
(ছবি-প্রতীকী)
The post ট্যাটুতে লেখা মোদির নাম, সেনাবাহিনীতে যোগ দিতে ব্যর্থ যুবক appeared first on Sangbad Pratidin.