সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর বুকে বড়সড় আইএস নাশকতার ছক ভেস্তে দিলেন ভারতীয় গোয়েন্দারা৷ তাঁদের হাতে আইএস হানার সেই চাঞ্চল্যকর তথ্য তুলে দিয়েছিলেন গোয়েন্দা সংস্থারই এক অফিসার, যিনি বন্ধুর বেশে ঢুকে পড়েছিলেন এক আইএস সদস্যের অন্দরমহলে৷ জানা গিয়েছে, নয়াদিল্লির লাজপৎ নগরের বাসিন্দা সেই যুবক ২০১৭-এর সেপ্টেম্বরে একবার ভারতে গ্রেপ্তার হয়েছিল৷ পরে মুক্তি পেতেই, সে আফগানিস্তানে পালিয়ে গিয়েছিল৷ বর্তমানে মার্কিন সেনার হাতে বন্দি রয়েছে সে৷
[বিশ্বকাপের মরশুমেই ফ্রান্সকে টেক্কা দিল ভারত, জানেন কীভাবে?]
কীভাবে এই পরিকল্পনা ব্যর্থ করলেন গোয়েন্দা সংস্থার সেই অফিসার? জানা গিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ওই যুবকের সঙ্গে সখ্যতা জমিয়েই তার ভয়ানক পরিকল্পনার আঁচ পেয়েছিলেন ওই গোয়েন্দা অফিসার৷ সেই পরিকল্পনার কথাই তিনি পৌঁছে দিয়েছিলেন গোয়েন্দা সংস্থার উচ্চপদস্থ আধিকারিকদের কাছে৷ সূত্রের খবর, একাধিকবার আফগানিস্তান ও দুবাইতে গিয়ে ওই যুবক নাশকতার পুরো প্ল্যান ছকে এসেছিল৷ নাশকতা চালানোর আগে বেশ কয়েকটি স্থান রেইকি করে ফেলেছিল ওই যুবক৷ যার মধ্যে অন্যতম ছিল, দিল্লি এয়ারপোর্ট, আনসল প্লাজা মল, বসন্ত কুঞ্জ ও সাউথ এক্সটেনশন মার্কেট৷ গোয়েন্দার জানতে পেরেছেন, কেবল নয়াদিল্লি নয়, আইএস টার্গেটে ছিল ভারতের আরও বেশ কয়েকটি বড় শহর৷ সেজন্য ১২ থেকে ১৫ জনের একটি দল প্রস্তুত করেছিল জঙ্গি সংগঠনটি৷ পাকিস্তানে চলেছিল তাদের ট্রেনিং পর্ব৷
[কালো টাকা রুখতে গুগল এর ধাঁচে সার্চ ইঞ্জিন, নয়া উদ্যোগ কেন্দ্রের]
কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছিল যে, অর্থের বিনিময়ে ভারতের গোয়েন্দা দপ্তরে চর ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করেছে জঙ্গি সংগঠন আইএস৷ বিষয়টি প্রথম পুলিশের নজরে এনেছিল এলাহাবাদের এক যুবক৷ পুলিশের কাছে সে অভিযোগ জানিয়েছিল যে, হঠাৎই তাঁকে হোয়াটসঅ্যাপে একটি গ্রুপে যুক্ত করা হয়েছিল৷ যে গ্রুপের প্রোফাইল পিকচারে ছিল আইএসের পতাকা৷ সেখানে তাঁদেরকে মগজধোলাই করা হচ্ছিল জেহাদি শিক্ষায়৷ তাঁদের বলা হয়েছিল, ভারতীয় গোয়েন্দা সংস্থার গোপন খবর পাচার করতে৷ প্রলোভন দেখানো হয়েছিল পাঁচ হাজার ডলারের৷ যদিও দুঁদে গোয়েন্দাদের উপস্থিত বুদ্ধিতে সবই বানচাল হয়েছে৷
The post ‘বন্ধুবেশে’ রাজধানীতে আইএস হানার ছক ভেস্তে দিলেন ভারতীয় গোয়েন্দারা appeared first on Sangbad Pratidin.