সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বিভিন্ন প্রান্তের সিনেমাহলে চললেও মুক্তির তিনদিনের মাথাতেই বাংলায় নিষিদ্ধ করা হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। যা নিয়ে তোলপাড় গোটা দেশ। এবার এই ছবিকে নিষিদ্ধ করার বিরোধিতা করে কলকাতা হাই কোর্টে মোট তিনটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
বুধবার হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চে দু’টি জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি চান দুই আইনজীবী। ইতিমধ্যেই মিলেছে সেই অনুমতি। জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, সেন্সর বোর্ড কিংবা অন্য রাজ্যের প্রশাসন সবুজ সংকেত দেওয়ার পরও কেন বাংলায় নিষিদ্ধ করা হয়েছে এই ছবিটিকে? আগামী শুক্রবার এই মামলার শুনানি হতে পারে। এদিনই পরে আরও একটি মামলা দায়ের হয়।
[আরও পড়ুন: BJP অফিসের বাইরে উপড়ে ফেলা হল রাজীব-ইন্দিরার মূর্তি! বিরোধীদের রোষানলে গেরুয়া শিবির]
গত সোমবার নবান্নে ‘দ্য কেরালা স্টোরি‘ নিয়ে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সিনেমাটি ঘৃণা ছড়াচ্ছে বলে অভিযোগ তুলে রাজ্যে প্রদর্শন নিষিদ্ধ করার নির্দেশ দেন তিনি। এরপরই সংবাদ প্রতিদিন ডিজিটালকে ছবির পরিচালক সুদীপ্ত সেন জানিয়েছিলেন, এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে। সেই মতোই মঙ্গলবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ছবির প্রযোজক ভিপুল শাহ।
শীর্ষ আদালতকে জোড়া আবেদন জানান তিনি। প্রথমত, বাংলায় ‘দ্য কেরালা স্টোরি’র (The Kerala Story) উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং দ্বিতীয়ত, তামিলনাড়ুতে যে সমস্ত সিনেমা হলে এই ছবির প্রদর্শন হচ্ছে, সেখানে যাতে প্রশাসন অতিরিক্ত নিরাপত্তা দেয়, সে বিষয়টি সুনিশ্চিত করা। বুধবার জরুরি ভিত্তিতে মামলার শুনানি হওয়ার কথা থাকলেও শোনা যাচ্ছে আগামী ১২ মে অর্থাৎ শুক্রবার মামলার শুনানি হবে। অর্থাৎ একই দিনে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে ছবি নিয়ে হতে পারে মামলার শুনানি।