shono
Advertisement

‘দ্য কেরালা স্টোরি’র পর এবার মাওবাদী আন্দোলন! নতুন ছবিতে হাত দিচ্ছেন পরিচালক সুদীপ্ত সেন

নতুন ছবি নিয়ে কী বললেন পরিচালক?
Posted: 12:48 PM Jun 10, 2023Updated: 02:42 PM Jun 10, 2023

আকাশ মিশ্র: বাঙালি পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story) মুক্তির পর থেকেই টক অফ দ্য টাউন। নানা বিতর্ককে সঙ্গে নিয়েই তাবড় তাবড় বলিউড সিনেমার বক্স অফিসের ব্যবসাকে চ্যালেঞ্জ ছুঁড়েছে এই ছবি। ছবি মুক্তির কয়েকদিনের মধ্য়েই গোটা বাংলায় নিষিদ্ধ হয় দ্য কেরালা স্টোরি। এই ছবি নিয়ে বিতর্কের ঝড় যেন আরও তীব্র হয়। পরে অবশ্য় সপ্তাহ ঘুরতেই নিষেধাজ্ঞা ওঠে। তবে সিনেমা হলে শো না পাওয়ার কারণে বাংলার বহু সিনেপ্রেমী মানুষরা ছবিটি দেখতে পাননি। খুশির খবর, খুব জলদিই নাকি ওটিটিতে দেখা যাবে ‘দ্য কেরালা স্টোরি’। ঠিক এই সময়ই নতুন এক ছবির খবর দিলেন পরিচালক সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’র সাফল্যকে সঙ্গে নিয়েই নতুন ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক। এবার তাঁর ছবির বিষয় ভারতের মাওবাদী আন্দোলনের পঞ্চাশ বছর।

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটালের তরফ থেকে পরিচালক সুদীপ্ত সেনকে যোগাযোগ করা হলে তিনি জানান, ”হ্যাঁ, এটাই আমার পরবর্তী সিনেমা। তবে এখনও এক অফিশিয়াল ঘোষণা করিনি। পরের সপ্তাহেই এই ছবি বিষয়বস্তু প্রকাশ্যে আনব।” খবর অনুযায়ী, ‘দ্য কেরালা স্টোরি’ প্রযোজক বিপুল শাহই এই নতুন ছবিটির প্রযোজনা করছেন। নতুন ছবিতে হাত দেওয়ার কথা জানালেও, এই ছবি নিয়ে আপাতত বেশি কথা ফাঁস করতে চাননি পরিচালক সুদীপ্ত সেন।

[আরও পড়ুন: নিম্নাঙ্গে নামমাত্র কাপড়, উন্মুক্ত বক্ষবিভাজিকা, পুরনো ছবিতেই নেটদুনিয়ায় ঝড় জিনাত আমানের]

তবে শুধু এই ছবিই নয়। শনিবার আরও এক চমক দিলেন সুদীপ্ত সেন। প্রকাশ্যে এল তাঁর আরেকটি নতুন ছবি ‘সাহারাশ্রী’। এই ছবিতে উঠে আসবে সাহারা সংস্থার কর্ণধার সুব্রত রায়ের জীবনী। এই ছবিতে সংগীত পরিচালকের দায়িত্বে রয়েছেন এ আর রহমান। গান লিখবেন গুলজার। এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন জয়ন্তীলাল গাডা এবং সন্দীপ সিং।

প্রসঙ্গত, ‘দ্য কেরালা স্টোরি’র টিজারে দেখানো হয়েছিল কেরালার ৩২ হাজার মহিলাকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল। ছবি বিতর্কে জড়ানোর পর সুপ্রিম কোর্টের নির্দেশেই ছবির শুরুতে এই নাম্বার বদলে ফেলে ৩ জন উল্লেখ করার কথা বলা হয়।

এই বিষয় নিয়ে কথা বলতেই গিয়েই বিপুল শাহ সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন, ”সুপ্রিম কোর্টের নির্দেশে আমরা ছবির শুরুতে বিধিবদ্ধ সতর্কীকরণে সংখ্য়া বদলে ফেলা হয়েছে। তবে ৩২ হাজার সংখ্যাটা যে একেবারেই মিথ্যে তা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি। দেখা যাক মামলার শুনানি ১৮ জুলাই হবে। সুপ্রিম কোর্ট যা নির্দেশ দেবে সেটাই মাথা পেতে নেব।”

এই সাক্ষাৎকারে বিপুল শাহ আরও বলেন, বিপুল শাহ, ‘আমাদের হাতে যা যতটা ছিল আমরা করেছি আইন মেনে। সুপ্রিম কোর্টের উপরে তো কেউ নয়। আমরা এখন তাই সুপ্রিম কোর্টকে আবেদন করব যে রাজ্যগুলো আদেশ মানল না তাদের যেন কড়া শাস্তি দেওয়া হয়। যাতে ভবিষ্যতে এ ঘটনা আর না ঘটে।’

[আরও পড়ুন: ‘রামায়ণ নিয়ে ছেলেখেলা হচ্ছে’, ‘আদিপুরুষ’ চুম্বন বিতর্কে কৃতী স্যাননকে কটাক্ষ ‘সীতা’ দীপিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement