অর্ণব দাস, বারাসত: বারাসতে নার্সিংহোমের ছাদ থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘটনায় জারি ধরপাকড়। শুক্রবার রাতে নার্সিংহোমের মালিক চিকিৎসক আব্দুর রাজ্জাক মণ্ডল ও আব্দুল মোতালেবকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ। শনিবার ধৃতদের আদালতে পেশ করলে আদালত ধৃতদের ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছিল, বাড়ির আর্থিক অনটনের কারণে মৃত নাবালিকা নার্সিংহোম মালিকের বাড়িতে থেকে পড়াশোনা করত। পড়াশোনার ফাঁকে সে মালিকের বাড়িও দেখাশোনা করত বলে জানিয়েছে পরিবার। বুধবার দুপুর থেকেই ওই নাবালিকার কোনও খোঁজ মিলছিল না। বিকেলের দিকে নার্সিংহোমের ছাদে গিয়ে এক কর্মী দেখেন নাবালিকার নিথর দেহ পড়ে রয়েছে। খবর যায় পুলিশে। বারাসত (Barasat) থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়। খবর পেয়ে মৃতার মা-সহ পরিবারের অন্যান্যরা ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভও দেখান একপ্রস্থ।
[আরও পড়ুন: শিয়ালদহে বাতিল মেগা ব্লক, ১২ বগি ট্রেন চালানো নিয়ে অনিশ্চয়তা]
শুরু থেকেই তাঁরা মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন। সেই মর্মে বুধবার রাতেই বারাসত থানায় লিখিত অভিযোগ জানায় পরিবার। ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে বাড়ি থেকে নার্সিংহোমের মালিককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলেই নাবালিকার মৃত্যর কারণ স্পষ্ট হবে।