shono
Advertisement

জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার?

না, কোনও সংস্কার বা কুসংস্কারের জন্য নয়৷ তাহলে পরিবর্তনের খামোখা প্রয়োজন কী ছিল? The post জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার? appeared first on Sangbad Pratidin.
Posted: 05:50 PM Mar 28, 2017Updated: 12:20 PM Mar 28, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজীব হরি ওম ভাটিয়া৷ ভালই তো নাম ছিল৷ তাহলে পরিবর্তনের খামোখা প্রয়োজন কী ছিল? দুই দশকের কেরিয়ার পেরিয়ে এই প্রশ্নের সম্মুখীন হলেন অক্ষয় কুমার৷ ‘নাম শাবানা’র প্রচারে এসে অবশেষে বহুমূল্য উত্তরটি দিয়েই দিলেন আক্কি৷ সেই সঙ্গে জানালেন এক নতুন তথ্য৷

Advertisement

[প্রথম দর্শনে মন ছুঁয়ে যাবে ‘হাফ গার্লফ্রেন্ড’-এর এই ঝলক]

কী সেই তথ্য? বলিউডে খিলাড়ির আগমন ১৯৯১ সালেন ‘সওগন্ধ’ ছবিতে নয়৷ তার আগেও একবার সিনেমায় পর্দার দেখা গিয়েছিল তাঁকে৷  সিনেমার নাম ছিল ‘আজ’৷ ১৯৮৭ সালে মহেশ ভাটের পরিচালিত সেই সিনেমায় মুখ্য ভূমিকায় ছিলেন কুমার গৌরব৷ যার সঙ্গে মাত্র ৪.৫ সেকেন্ডের শট ছিল বলিউডের খিলাড়ির৷ কিন্তু পুরো শুটে মুগ্ধ হয়ে আক্কি দেখছিলেন অক্ষয় নামক চরিত্রে কুমার গৌরবের অভিনয়৷ এরপরই নাম বদলানোর সিদ্ধান্ত নেন তিনি৷

[প্রথম মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে প্রত্যুষার শর্ট ফিল্ম]

কেন সেই সিদ্ধান্ত নিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তর নিজেও জানেন না অক্ষয়৷ কিন্তু পরদিনই সোজা পৌঁছে গিয়েছিলেন বান্দ্রা ইস্ট কোর্টে৷ রাজীব হরি ওম ভাটিয়ে থেকে হয়ে গিয়েছিলেন অক্ষয় কুমার৷ তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে৷ এতদিন কেন এই কথা বলেননি? এতদিন কেউ তাঁকে এই প্রশ্নটিই করেননি বলে জানান আক্কি৷ আজ প্রশ্ন পেয়েছেন, তাই উত্তরও দিয়ে দিয়েছেন৷

[শহরে ইভটিজিংয়ের শিকার তরুণী সাব-ইন্সপেক্টর]

The post জানেন, কেন নিজের নাম পাল্টেছিলেন অক্ষয় কুমার? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement