shono
Advertisement

ব্যান্ড ম্যাজিকে পর্দা কাঁপাতে আসছেন ফারহান, অর্জুন রামপালরা

নভেম্বর মাসের ১১ তারিখ মুক্তি পেতে চলেছে ‘রক অন ২’৷ আর ছবির প্রথম টিজার ছবির প্রতি দর্শকদের উৎসাহ যেন কয়েকগুণ বাড়িয়ে দিল৷ The post ব্যান্ড ম্যাজিকে পর্দা কাঁপাতে আসছেন ফারহান, অর্জুন রামপালরা appeared first on Sangbad Pratidin.
Posted: 12:10 AM Sep 06, 2016Updated: 06:43 PM Sep 05, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আট বছর পর আবার ফিরছে ব্যান্ড ‘ম্যাজিক’৷ কিছু নতুন আর কিছু পুরনো মুখের সমাহারে এই ব্যান্ড যে আবারও দর্শকদের মধ্যে ‘রক অন’ সিনেমার উন্মাদনাকে জাগিয়ে তুলছে তা আর বলার অপেক্ষা রাখেনা৷ গত মাসেই ৮ বছর পূর্ণ করল ‘রক অন’৷ আর চলতি বছরেই এই ছবির সিক্যুয়েল নিয়ে হাজির হচ্ছেন ফারহান আখতার এবং তাঁর ‘ম্যাজিক’৷ সম্প্রতি ‘রক অন ২’-এর প্রথম পোস্টার রিলিজকে কেন্দ্র করেই দর্শকদের উত্তেজনা ছিল চরম৷ আর এবার পোস্টারের পর মুক্তি পেল ‘রক অন ২’-এর প্রতহম টিজার৷

Advertisement

বন্ধুত্ব, গান, নতুন ধারার সুর তৈরি, অ্যাডভেঞ্চার, সম্পর্ক এবং প্রেরণার ঝলক নতুন ছবির টিজারকে করে তুলেছে আকর্ষনীয়৷ টিজারে ফারহান আখতার, অর্জুন রামপাল, পুরব কোহলির পাশাপাশি রকিং অবতারে দেখা যাচ্ছে শ্রদ্ধা কাপুরকে৷ নতুন উৎসাহে গান বাধার স্বপ্ন দেখাচ্ছে ‘ম্যাজিক’৷ চলতি বছরেই পাঁচ বন্ধুর গান গাওয়ার গল্প নিয়েই হাজির হবে ‘রক অন ২’৷

নভেম্বর মাসের ১১ তারিখ মুক্তি পেতে চলেছে ‘রক অন ২’৷ আর ছবির প্রথম টিজার ছবির প্রতি দর্শকদের উৎসাহ যেন কয়েকগুণ বাড়িয়ে দিল৷

দেখে নিন টিজারটি:

 

The post ব্যান্ড ম্যাজিকে পর্দা কাঁপাতে আসছেন ফারহান, অর্জুন রামপালরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement