shono
Advertisement

জলের নিচে আস্ত গ্রাম, আমাদের দেশেই রয়েছে এমন চমক!

বছরে মাত্র একবার জল থেকে উঠে আসে গ্রামটি৷ The post জলের নিচে আস্ত গ্রাম, আমাদের দেশেই রয়েছে এমন চমক! appeared first on Sangbad Pratidin.
Posted: 02:18 PM Jun 10, 2019Updated: 02:18 PM Jun 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জলের নিচে বাসস্থান৷ গল্প হলেও সত্যি৷ বছরের ১১টা মাস জলের নিচেই আত্মগোপন করে থাকে৷ মাত্র একবার জল থেকে ডাঙায় উঠে আসে গোটা গ্রাম৷ আর সেসময় সেখানে একেবারে উৎসব৷ জলজীবন ছেড়ে আসার উদযাপন৷

Advertisement

[আরও পড়ুন: অভিনব এই মন্দিরে পুজোতে লাগে বইপত্র-কলম, প্রসাদেও চমক!]

কী ভাবছেন? এমন গ্রাম রূপকথার দেশে আছে না কি? না, এই গ্রাম আছে এই দেশেতেই৷ গোয়ার কুরডি গ্রাম৷ সকলের অলক্ষ্যে জলের নিচে গড়ে উঠেছে৷ পশ্চিমঘাট পর্বতমালার দুটি পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে সালাউলিম নদী৷ গোয়ার জনজীবনে যার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ৷ সেই নদীর ধারেই গড়ে উঠেছিল কুরডি গ্রাম৷ ৩ হাজার মানুষ শস্যশ্যামলা জমি, কাজু, নারকেল, আম ফলিয়ে বেশ ভালই দিন কাটাচ্ছিলেন৷ হিন্দু, মুসলিম, খ্রিস্টান একত্রে সকলে থাকতেন৷ কুরডিতে ছিল মন্দির, মসজিদ, একটি ছোট চ্যাপেলও৷

সেসব ছবি অচিরেই বদলে গেল৷ ১৯৮৬ সাল থেকে গ্রামবাসীরা ইঙ্গিত পাচ্ছিলেন, তাঁদের বিপদ ঘনিয়ে আসছে৷ রাজ্যের প্রথম বাঁধ তৈরি হয় এখানে৷ স্থানীয় বাসিন্দারা বলছেন, প্রথম মুখ্যমন্ত্রী দয়ানন্দ বান্দোড়করই তাঁদের বাঁধের কথা বলেন৷ তিনি বুঝিয়েছিলেন, বাঁধটি তৈরি হলে, সকলের সুবিধা হবে৷ কিন্তু বাঁধ তৈরির পরই সকলে বুঝতে পারেন, কী বিপদ এসেছে তাঁদের জীবনে৷ এরপর থেকেই নদীর জলে ডুবে যেতে শুরু করে কুরডি গ্রাম৷ ধীরে ধীরে গোটাটাই চলে যায় জলের তলায়৷ গ্রাম ছাড়তে শুরু করেন বাসিন্দারা৷ খাঁ খাঁ চেহারায় একলা জলের নিচে দিনযপান করে কুরডি৷

[আরও পড়ুন: ভাষাচর্চার অনন্য নিদর্শন, লখনউ বাজারে সংস্কৃত নাম চেনাচ্ছে সবজি]

কিন্তু বছরে একবার, মে মাসে জল থেকে ফের জেগে ওঠে কুরডি গ্রাম৷ কারণ, এই সময়ে জলের গভীরতা একেবারে কমে যায়৷ আর গ্রামের মাটি দেখতে পেলেই আশেপাশে থাকা বাসিন্দারা ছুটে আসেন নিজভূমে৷ চোখে পড়ে শুকিয়ে যাওয়া মাটি, গাছের শিকড়ের টুকরো, ভাঙাচোরা বাড়ি, পড়ে থাকা রান্নার সামগ্রী – সবই আছে ধ্বংসাবশেষ হয়ে৷ এসব দেখেই আনন্দিত হন তাঁরা৷ একদা স্মৃতিকে আগলেই মেতে ওঠেন উৎসবে৷ পড়ে থাকা পাথর, শিলায় খোদাই করে রাখেন নিজেদের নাম৷ কেউ কেউ নিজেদের বাড়ির দরজা খুলে ঢুকেও পড়েন, ঘুরে দেখে আসেন কেমন আছে সেসব৷ প্রতি বছর এই একটা সময়েই কুরডি জীবন্ত হয়ে ওঠে৷  

The post জলের নিচে আস্ত গ্রাম, আমাদের দেশেই রয়েছে এমন চমক! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার