shono
Advertisement

ভিড় রাস্তায় বাইক নিয়ে যাবেন কীভাবে? খোঁজ দেবে গুগল ম্যাপ

গুগল ম্যাপে মিলবে ট্রেনের খোঁজও৷ The post ভিড় রাস্তায় বাইক নিয়ে যাবেন কীভাবে? খোঁজ দেবে গুগল ম্যাপ appeared first on Sangbad Pratidin.
Posted: 07:32 PM Aug 03, 2018Updated: 08:03 PM Aug 03, 2018

 সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধরুন আপনার বাড়ি কলকাতা৷ আপনি যেতে চান দূরের কোনও ঠিকানায়৷ হয় তো সে জায়গার নামও কোনওদিন শোনেননি আপনি৷ কিন্তু কীভাবে সেই অচেনা জায়গায় পৌঁছবেন, সে দুশ্চিন্তার দিন শেষ হয়েছে আগেই৷ কিংবা ধরুন গন্তব্যের কাছাকাছি পৌঁছে কাউকে জিজ্ঞাসা করে নির্দিষ্ট স্থানে পৌঁছনোর দিনও আর নেই৷ এখন সকলেরই ভরসা গুগল ম্যাপ৷ ওই ম্যাপের উপর ভরসা রেখেই অজানা অচেনা গন্তব্যে অক্লেশে পাড়ি দেন টেকস্যাভি মানুষ৷ শুধু জায়গার নাম লিখে সার্চ অপশনে ক্লিক করলেই কেল্লা ফতে৷ এক ক্লিকে অনায়াসেই খুঁজে পাবেন বিভিন্ন শহরের অলিগলি থেকে বিদেশেরও ঠিকানা৷

Advertisement

[আমাজন প্রাইমকে টক্কর দিতে একগুচ্ছ অফার নিয়ে আসছে ফ্লিপকার্ট প্লাস]

এই টেকস্যাভি মানুষদের কথা মাথায় রেখেই নিজেদের পরিকাঠামো উন্নয়নের চিন্তাভাবনা করছে গুগল ম্যাপ৷ গুগল ম্যাপের ভারতের প্রোগ্র্যাম ম্যানেজার অনল ঘোষ বলেন, ‘‘আমরা গুগল ম্যাপকে আরও সঠিক করে তোলার জন্য বদ্ধপরিকর৷ শুধুমাত্র দিকনির্ণয়ই নয়৷ ভারতের যেকোনও প্রান্তের বিভিন্ন জায়গা যাতে খুব সহজেই চিনতে পারেন ব্যবহারকারীরা, সেই ব্যবস্থা করাই আমাদের লক্ষ্য৷’’ ভারতের বেশিরভাগ মানুষই বাইক ব্যবহার করেন৷ শতকরা হিসাবে প্রায় ৭০ শতাংশ মানুষ বাইকে করে নিজেদের গন্তব্যে পৌঁছন৷ তাই তাঁদের কথা মাথায় রেখে গুগল ম্যাপকে আরও আপডেট করা হচ্ছে বলেও জানান তিনি৷ গুগলের ওই আধিকারিক বলেন, ‘‘যেকোনও ঠিকানা লিখে গুগল ম্যাপে সার্চ করলেই, দেখা যাবে বাইকে করে কোন রুটে গন্তব্যে পৌঁছানো সম্ভব হবে৷ ওই পথে গন্তব্যে পৌঁছতে ঠিক কতটা সময় লাগবে তাও জানিয়ে দেবে গুগল ম্যাপ৷’’

[ফের ধামাকা, এবার গ্রুপ চ্যাটের জন্য নয়া ফিচার হোয়াটসঅ্যাপে]

শুধু বাইকের মাধ্যমে পথ নির্ণয়ই নয়৷ বাস, ট্রেন বা মেট্রো পথে কীভাবে গন্তব্যে পৌঁছানো সম্ভব তাও জানিয়ে দেবে গুগল ম্যাপ৷ এছাড়াও গুগল ম্যাপের মাধ্যমে প্রায় ১২হাজার ট্রেনের সময়ও জানা সম্ভব হবে৷ গুগল ম্যাপের ভারতের প্রোগ্র্যাম ম্যানেজার অনল ঘোষ বলেন,‘‘গুগল ম্যাপের সাহায্যে রাস্তার আশেপাশে থাকা শৌচালয়ের খোঁজও পাবেন আমজনতা৷ ইতিমধ্যেই এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে কথাও চলছে গুগলের৷   

[অনলাইনে কেনাকাটায় বিপুল ছাড়, নজরদারি চালানোর সিদ্ধান্ত কেন্দ্রর]

The post ভিড় রাস্তায় বাইক নিয়ে যাবেন কীভাবে? খোঁজ দেবে গুগল ম্যাপ appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement