সুব্রত বিশ্বাস: এ প্রজন্মের মধ্যে দক্ষিণ কোরিয়ার BTS ব্যান্ডের জনপ্রিয়তা তুঙ্গে। শুধু কলকাতা নয় সুদূর মুর্শিদাবাদেও এই ব্যান্ডের সুর পৌঁছে গিয়েছে। তার প্রমাণ মিলল সম্প্রতি। BTS তারকাদের দেখা পেতেই ঘর ছাড়ে জেলার তিন স্কুলছাত্রী।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের শক্তিপুর এলাকায় বাড়ি ওই তিন ছাত্রীর। যার মধ্যে দুই জন নবম শ্রেণির ছাত্রী আর একজন সপ্তম শ্রেণির। ৫ সেপ্টেম্বর ঘর ছাড়ে তিন ছাত্রী। উদ্দেশ্য একটাই দক্ষিণ কোরিয়ায় গিয়ে BTS ব্যান্ডের সদস্যদের সঙ্গে দেখা করা। প্রথমে ট্রেন ধরে তারা পৌছায় শিয়লদহ স্টেশনে। এদিক-ওদিক ঘুরে শিয়ালদহরই এক হোটেলে রাত কাটায়। তারপর পৌঁছে যায় হাওড়ার শালিমার স্টেশনে।
[আরও পড়ুন: ‘জওয়ান’ জ্বরে কাবু টেলিপাড়া, হলের বাইরে ‘রাঙাবউ’, ‘ছলেয়া’ হয়ে নাচ ‘ফুলকি’র রোহিতের]
এদিকে বাড়ির মেয়ে বাড়ি না ফেরায় স্থানীয় পুলিশের দ্বারস্থ হন পরিবারের লোকেরা। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। বিভিন্ন জায়গায় ছাত্রীদের তথ্য ছড়িয়ে দেওয়া হয়। সেই সূত্র ধরেই, শালিমার স্টেশনে তিনজনের খোঁজ পাওয়া যায়। শালিমার স্টেশনের ওয়েটিং রুম থেকে তাদের উদ্ধার করা হয়।
শোনা যায়, পুলিশকে ছাত্রীরা জানিয়েছে তাঁরা ইন্টারনেটের মাধ্যমে BTS ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। দক্ষিণ কোরিয়ায় গেলে ব্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগও পেত। সেই জন্য মুম্বই যাচ্ছিল। কিন্তু ছাত্রীরা কি আদৌ দক্ষিণ কোরিয়ার ব্যান্ডের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিল না এ কোনও পাচারচক্রের ফাঁদ? এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছে পুলিশ।
[আরও পড়ুন: চা বলয়ে জমি শক্ত শাসকদলের, উপনির্বাচনে ধূপগুড়ি আসন ছিনিয়ে নিল তৃণমূল]