shono
Advertisement

Breaking News

অনুমতি ছাড়া গ্রুপে অ্যাড নয়, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার

একগুচ্ছ ফিচার আসছে মেসেজিং অ্যাপে৷ The post অনুমতি ছাড়া গ্রুপে অ্যাড নয়, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার appeared first on Sangbad Pratidin.
Posted: 08:55 PM Mar 01, 2019Updated: 08:59 PM Mar 01, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন সকলেরই প্রায় মুঠোবন্দি স্মার্টফোন৷ ইন্টারনেট তো তাতে রয়েছেই৷ স্মার্টফোন আর ইন্টারনেটের যুগলবন্দি মানে হোয়াটসঅ্যাপ করেন না এমন মানুষ প্রায় নেই বললেই চলে৷ নেটদুনিয়ার দৌলতে জেনওয়াই এখন সামনাসামনি বসে আড্ডা দেওয়ার কথা প্রায় ভুলেই গিয়েছে৷ তাই এখন তারা হোয়াটসঅ্যাপে গ্রুপ তৈরি করেই গল্পগুজবে ব্যস্ত থাকে৷ কোথাও বেড়াতে যাওয়ার বা সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা তৈরির জন্যও মুহূর্তের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ৷ সেই গ্রুপে মনের মতো সঙ্গীদের অ্যাড করে নিলেই কেল্লাফতে৷ মিনিট কয়েক কথোপকথনেই তৈরি হয়ে যাচ্ছে পরিকল্পনা৷ এ তো নয় গেল পরিচিত কাছের মানুষদের কথা৷ আবার কখনও অপরিচিতদের ভিড়ে ঠাসা হোয়াটসঅ্যাপ গ্রুপেও অ্যাড করে নেওয়া হয় আপনার নম্বর৷ বিরক্ত হলে পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরোতে হয় আপনাকে৷ এই সমস্যায় নিশ্চয় পড়েছেন? আপনার কথা মাথায় রেখে বেশ কয়েকটি ফিচার আনতে চলেছে  হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ৷

Advertisement

হোয়াটসঅ্যাপে আসতে পারে ‘গ্রুপ ইনভিটেশন’ ফিচার৷ এই ফিচার চালু হয়ে গেলে কোনও গ্রুপে অ্যাড করার জন্য আপনার কাছে একটি নোটিফিকেশন যাবে৷ ওই নোটিফিকেশনের মাধ্যমে গ্রুপে অ্যাড করার অনুমতি দিতে পারবেন আপনি৷ নইলে কোনও গ্রুপেই অ্যাড করা যাবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে৷ 

[OMG! এবার ফোল্ড করা যাবে আপনার স্মার্টফোনও]

এছাড়াও হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘অ্যাডভান্সড সার্চ’ অপশন৷ এই ফিচারের মাধ্যমে খুব সহজেই ছবি, ভিডিও, অডিও-সহ অন্যান্য যেকোনও মেসেজ খুঁজে পাবেন ব্যবহারকারী৷

রাতে অন্ধকার ঘরে বিছানায় শুয়ে কি আপনার হোয়াটসঅ্যাপ করার অভ্যাস রয়েছে? উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনার কথা মাথায় রেখে ‘ডার্ক মোড’ ফিচার আনতে চলেছে হোয়াটসঅ্যাপ৷ এই ফিচারের মাধ্যমে অনায়াসেই মোবাইল স্ক্রিনের উজ্জ্বলতা কমাতে পারবেন আপনি৷ অন্ধকার ঘরে তীব্র আলোয় চোখের সমস্যা হওয়ার আর কোনও প্রশ্নই থাকবে না৷

[ফেসবুক খুললেই চলছে বিতর্কের ঝড়, মোকাবিলায় কী বলছেন সেলেবরা?]

হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক সময়ই নানা ছবি, ভিডিও পান ব্যবহারকারীরা৷ কিন্তু এখন গ্রুপে ভাইরাল হওয়া ওই মেসেজ প্রথমে কে পাঠিয়েছিলেন, তা জানা যায় না৷ কিন্তু হোয়াটসঅ্যাপে আসতে চলেছে ‘শো ইন চ্যাট’ ফিচার৷ এই অপশনের মাধ্যমে এবার থেকে অনায়াসেই আপনি জানতে পারবেন কে প্রথম এই ছবি, ভিডিও গ্রুপে পাঠিয়েছিলেন৷

The post অনুমতি ছাড়া গ্রুপে অ্যাড নয়, হোয়াটসঅ্যাপে আসতে চলেছে নতুন ফিচার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement