@font-face {
font-family: 'Noto Sans Bengali';
font-style: normal;
font-weight: 400;
src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot);
src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype')
}
@font-face {
font-family: 'Noto Sans Bengali bold';
font-style: normal;
font-weight: 700;
src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot);
src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype')
}
p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর সব থেকে বিখ্যাত জায়গা৷ অন্যতম শক্তিশালী মানুষের বাস৷ জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা৷ বিনা অনুমতিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র জীবেরও প্রবেশানুমতি নেই৷ হোয়াইট হাউস৷ অষ্টাদশ শতক থেকে আমেরিকার প্রত্যেক প্রেসিডেন্টের নিবাসস্থল৷ বর্তমান বাসিন্দা বারাক ওবামা৷ তাঁর পর এই বাড়ির দখল নেওয়ার জন্য দক্ষযজ্ঞ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে৷
শুধু রাজনীতি নয়, আমেরিকার এই প্রাণকেন্দ্র আরও একটি কারণে চর্চার বিষয়৷ বাইরের বাসিন্দাদের কাছে যতই এর মাহাত্ম্য থাক, যাঁরা থাকেন তাঁরাই শুধুমাত্র অনুভব করেছেন এই ভয়ঙ্কর সত্য৷ কানাঘুষো অনেক আগে থেকেই ছিল৷ কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল যখন থাকতে এলেন তখন বেশি করে বাইরে এল সেই বিস্ফোরক তথ্য৷
সারাদিনের কাজ সেরে রাতে স্নান সেরে সবে নিজের কামরায় এসেছিলেন চার্চিল৷ ফায়ারপ্লেসের দিকে চোখ পড়তেই সারা শরীর অবশ হয়ে গেল তাঁর৷ চোখের সামনে দেখতে পেলেন, সামনে দাঁড়িয়ে স্বয়ং আব্রাহাম লিঙ্কন৷ গম্ভীর ভাবে তাকিয়ে আছেন তাঁর দিকে৷ আর কথা সরেনি চার্চিলের৷ সম্বিত ফিরতেই চিৎকার করে ডাকেন নিরাপত্তারক্ষীদের৷ আর সেই কামরায় থাকতে চাননি তিনি৷
শুধু চার্চিল নন লিঙ্কনের অশরীরী হোয়াইট হাউসের অনেকেই দেখেছেন৷ এখনও দেখতে পাওয়া যায় বলেই জানা গিয়েছে৷ গুজব বলে অনেকেই উড়িয়ে দেন, কিন্তু যারা সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন, তাঁদের বিশ্বাস আজও দৃঢ়৷