shono
Advertisement

হাতের মুঠোয় দুনিয়া আসার ২৫ বছর পার

‘ওয়ার্ল্ড ইন্টারনট ডে’-তে জেনে নিন ২৫ বছরের ডিজিটাল ইতিহাসের টুকরো কিছু মুহূর্ত৷ The post হাতের মুঠোয় দুনিয়া আসার ২৫ বছর পার appeared first on Sangbad Pratidin.
Posted: 06:52 PM Aug 23, 2016Updated: 04:26 PM Jun 12, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্করাগ-বেরাগ, হাসি-কান্না, ভাল-মন্দের আজ একটাই বাসা৷ জগত জোড়া এই জালেই আটকে আধুনিক মানুষের জীবন৷ ইন্টারনেট৷ আজ থেকে ঠিক পঁচিশ বছর আগে এই দিনে সাধারণ মানুষের কাছে খুলে গিয়েছিল ভার্চুয়াল জগতের বিশাল দরজা৷ মানুষ জানতে পারল তিন শব্দের মাহাত্ম্য৷ ‘World Wide Web’৷ ইতিহাসের পাতায় সংযুক্ত হয়ে ছিল বর্তমানের ঐতিহাসিক অধ্যায়, ‘ইন্টারনেট’৷

Advertisement

আম জনতার দরবারে নেট দুনিয়ার এই দিনই আজ পালিত হয় ‘ওয়ার্ল্ড ইন্টারনট ডে’ হিসেবে৷ ‘ইন্টারনট’ শব্দটি এসেছে ‘অ্যাস্ট্রোনট’ থেকে৷ মহাকাশে যেমন মহাকাশচারীদের অবাধ বিচরণ, তেমনই নেটদুনিয়ায় ‘ইন্টারনেট’ ব্যবহারকারীদের বিচরণ৷ ভার্চুয়াল জগতে ডুবে থাকা এই বাসিন্দাদেরই বলা হয়ে থাকে ‘ইন্টারনট’৷

ইন্টারনেটের এই জন্মদিনের এই অবসরে ফিরে দেখা যাক ডিজিটাল ইতিহাসের টুকরো কিছু মুহূর্ত৷

  • ১৯৮৯ সালে ‘World Wide Web’ অর্থাৎ ‘www’র আবিষ্কার করেছিলেন ইউরোপীয় পারমানবিক গবেষণা সংস্থা CERN-এর গবেষক টিম বার্নার্স-লি৷
  • মানবসভ্যতার জন্য ‘Web’-এর দ্বার খুলে দেওয়া হয় ১৯৯১ সালে৷ ১৯৯৩ সালে ইন্টারনেটকে সবার জন্য বিনামূল্যে ঘোষণা করে CERN৷
  • প্রথম ওয়েবসাইটটি ছিল info.cern.ch৷ যা অপারেট করত CERN টিমই৷ ডিজাইন করেছিলেন রবার্ট নামে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার৷
  • প্রথম ছবিও আপলোড করেছিল CERN৷ Les Horribles Cernettes নামে কোম্পানির হাউস ব্যান্ডের ছবি আপলোড করেছিলেন টিম বার্নাস-লিই৷
  • ১৯৯৪ সালে তিন হাজারেরও কম ওয়েবসাইট ছিল ইন্টারনেটে৷ ২০১৪ সালে এই সংখ্যাটা পৌঁছয় ১০০ কোটিতে৷
  • ২০১৬ সালে পয়লা জুলাই পর্যন্ত হিসেব অনুযায়ী প্রায় ৩.৪ বিলিয়ন মানুষ ইন্টারনেট ব্যবহার করে৷ সারা বিশ্বের জনসংখ্যার ৪০ শতাংশ৷

আর সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট? গুগল!

The post হাতের মুঠোয় দুনিয়া আসার ২৫ বছর পার appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement