shono
Advertisement

Breaking News

প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী, নাট্যজগতে শোকের ছায়া

কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হবে শেষকৃত্য৷ The post প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী, নাট্যজগতে শোকের ছায়া appeared first on Sangbad Pratidin.
Posted: 11:22 AM Nov 30, 2018Updated: 08:48 PM Nov 30, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত অভিনেতা তথা নাট্যকার বিপ্লবকেতন চক্রবর্তী৷শুক্রবার ভোর চারটে নাগাদ ঢাকুরিয়ার বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর৷ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি৷ লিভারের সমস্যা নিয়ে বেশ কিছুদিন তিনি ভরতি ছিলেন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে৷ মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফেরেন৷ কিন্তু শুক্রবার ভোর রাতে জীবনাবসান হল অভিনেতার৷ তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে নাট্যজগতে৷

Advertisement

[নাট্য অ্যাকাডেমি থেকে ইস্তফা বিভাস চক্রবর্তীর]

বিপ্লবকেতনের হাত ধরেই অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তাঁর দুই কন্যা অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী ও সুদীপ্তা চক্রবর্তীর৷ স্বভাবতই এমন একজন প্রাণোচ্ছল মানুষকে হারিয়ে ভেঙে পড়েছেন তাঁরা৷ তাঁর আরও এক কন্যা হলেন বিখ্যাত নৃত্যশিল্পী বিদিশা চক্রবর্তী৷ বাবার  মৃত্যুকে এখনও মেনে নিতে পারছেন না বলে জানিয়েছেন তাঁরা৷ শোক প্রকাশ করেছেন প্রয়াত  অভিনেতার জামাই তথা পরিচালক বিরশা দাশগুপ্ত৷ সূত্রের খবর, শুক্রবারই কেওড়াতলা মহাশ্মশানে  শেষকৃত্য সম্পন্ন হবে অভিনেতার।

[অবক্ষয়ের পথে আমাদের সমাজ? ‘১৫ই আগস্ট’-এ প্রশ্ন আত্মিকের]

নাটকের মঞ্চ, টেলিভিশন, চলচ্চিত্র অভিনয় জগতের সমস্ত স্তরেই দাপিয়ে কাজ করেছেন বিপ্লবকেতন চক্রবর্তী৷ সমস্ত ক্ষেত্রেই তাঁর ছিল অবাধ যাতায়াত৷ বহু নাটকে কাজ করেছেন অভিনেতা তথা নাট্যকার উৎপল দত্ত এবং শম্ভু মিত্রের সঙ্গে৷১৯৭২-এ ‘চেতনা’ নাট্যগোষ্ঠীতে যোগ দেন তিনি৷ সেখান থেকেই অভিনয় জগতে যাত্রা শুরু হয় তাঁর৷ ‘মারিচ সংবাদ’ নাটকে তাঁর অভিনয় এখনও স্মরণীয় হয়ে রয়েছে নাট্যপ্রেমিদের মনে৷ এরপর ‘চেতনা’ নাট্যগোষ্ঠীর থেকে বেরিয়ে এসে ‘থিয়েটারওয়ালা’ নিজেরই একটি নাট্যদল গড়েন বিপ্লবকেতন। তাঁর অন্যতম জনপ্রিয় নাটক ‘বাঘু মান্না’, ‘কাচের দেওয়াল’, ‘জ্যেষ্ঠপুত্র’, ‘স্পার্টাকাস’ আজও বাংলা নাটকের ইতিহাসে অমর হয়ে রয়েছে৷ 

The post প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী, নাট্যজগতে শোকের ছায়া appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement