সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: রাতারাতি কোটিপতি হওয়ার চেষ্টা। গভীর রাতে দোকানে ঢুকে সমস্ত লটারির টিকিট নিয়ে চম্পট দিল একদল যুবক। সাতসকালে দোকান খুলে মাথায় হাত ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য অন্ডালের উখড়ায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্ডাল থানার উখড়া বাজারে শেখ করিমের একটি লটারির দোকান রয়েছে। রবিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন তিনি। সোমবার সকালে দোকান খুলতেই দেখেন অ্যাসবেস্টসের ছাদ কাটা। ভিতরে থাকা কাঁচের বাক্সে রাখা সব লটারি টিকিট উধাও। ক্যাশ বক্সে থাকা কয়েক হাজার টাকাও নেই। এখানেই শেষ নয়। পাশের একটি কাঠের গোডাউনেও দুষ্কৃতীরা ঢোকে। সেখানে অবশ্য টাকা না থাকায় খালি হাতেই বেরিয়ে যায়। এই ঘটনা জানাজানি হতেই চরম চাঞ্চল্য ছড়ায় গোটা বাজারজুড়ে। খবর পেয়ে পৌঁছয় উখড়া ফাঁড়ির পুলিশ।
লটারি ব্যবসায়ী শেখ করিম বলেন,"কয়েকদিন আগেও পাশের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছিল। এবার আমার দোকানে চুরি করল দুষ্কৃতীরা। সব চলে গেল আমার। চরম আতঙ্কের মধ্যে রয়েছি। কিছু ব্যাবস্থা করুক পুলিশ।" পাশের এক ব্যবসায়ী বিশ্বনাথ কর দাবি করেন,"আমার অ্যাসবেস্টারের ছাদও কেটেছিল দুষ্কৃতীরা। শুধু কাঠ দেখতে পেয়ে পালিয়ে যায়। তবে নিরাপত্তা বাড়ানোর দাবি করছি আমরা।" তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।