shono
Advertisement

ছাত্রমৃত্যু নিয়ে শোরগোলের মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চুরি, উধাও ল্যাপটপ-মোবাইল

সিসিটিভি না থাকার ফলে কে বা কারা চুরি করল, তার খোঁজ পেতে সমস্যা।
Posted: 03:50 PM Aug 13, 2023Updated: 03:50 PM Aug 13, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম বর্ষের ছাত্রমৃত্যু নিয়ে তোলপাড় গোটা রাজ্য। তারই মাঝে এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে চুরি। এই ঘটনায় আরও একবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

রবিবার সকালে মেন ক্যাম্পাসের ফিজিক্যাল এডুকেশন হস্টেলের আবাসিক ছাত্ররা অভিযোগ করেন, তাঁদের ঘর থেকে দু’টি ল্যাপটপ এবং চারটি মোবাইল চুরি গিয়েছে। কে বা কারা চুরি করল, তা এখনও স্পষ্ট নয়। হস্টেল চত্বরে সিসিটিভি না থাকার ফলে সমস্যা তৈরি হয়েছে। এই ঘটনা সামনে আসার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে একজন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

[আরও পড়ুন: ‘সমকামী’ নয় প্রমাণে কী করতে হয়েছিল স্বপ্নদীপকে? ভয়ংকর অভিজ্ঞতা জানালেন তাঁর সহপাঠী]

স্বপ্নদীপের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠেছে অভিযোগের আঙুল। চুরির ঘটনায় আরও একবার সামনে এল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতা। স্বাভাবিকভাবেই একের পর এক ঘটনায় আতঙ্কিত আবাসিকরা। আতঙ্কে ভুগছেন আবাসিক পড়ুয়াদের অভিভাবকরাও।

[আরও পড়ুন: ভাত-কাপড়ের অঙ্গীকার ভুললে চলবে না, খোরপোশ দিতেই হবে, নির্দেশ কলকাতা হাই কোর্টের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement