সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্যত কান ঘেঁষে বেরিয়ে গিয়েছে সাক্ষাৎ মৃত্যু। আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার হয়েছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এহেন হামলার ঘটনায় ফুঁসছে গোটা আমেরিকা। সেই ঘটনার ২৪ ঘণ্টা পর এই ইস্যুতে এবার দেশবাসীর উদ্দেশে বার্তা প্রেসিডেন্ট জো বাইডেন। জানালেন, 'মতবিরোধ থাকলেও আমেরিকানরা একে অপরের বন্ধু।' পাশাপাশি দেশবাসীকে শান্ত থাকার আবেদন জানিয়ে বাইডেনের বার্তা, 'বুলেট নয় মতপার্থক্যের জবাব ব্যালট বাক্সে দিন'।
নির্বাচনী জনসভায় প্রাণঘাতী হামলা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপরে। অল্পের জন্য রক্ষা পেলেন রিপাবলিকান নেতা। ভরা সভায় তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় এক বন্দুকবাজ। ট্রাম্পের কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে রক্তাক্ত ট্রাম্পের ছবি। অন্যদিকে পালটা গুলি খতম হয়েছে হামলাকারীও। এই ঘটনার পর আমেরিকার নির্বাচনী পারদ চড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে জাতির উদ্দেশে ভাষণ দেন জো বাইডেন। তিনি বলেন, "আমাদের এখন শান্ত থাকতে হবে। মনে রাখতে হবে যতই মতবিরোধ থাক না কেন আমেরিকান হিসেবে আমরা একে অপরের বন্ধু ও সহকর্মী।" একইসঙ্গে তিনি বলেন, ''আমেরিকার মাটিতে এই ধরনের হিংসার কোনও জায়গা নেই। হিংসার মোকাবিলায় আমরা আরও শক্ত হয়ে দাঁড়াব। এই ঘটনায় এফবিআইকে তদন্ত চালানোর নির্দেশ দেন তিনি।"
[আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে চিঠি, ডাক্তারের দাবি মেনে মেট্রো স্টেশনে নথিভুক্ত তিন আয়ুর্বেদ কলেজ]
প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার খবর প্রকাশ্যে আসার পরই এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছেন এক্স হ্যান্ডেলে বিবৃতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ক্ষোভ প্রকাশ করে এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমেরিকায় এই ধরনের হামলার ঘটনার কোনও স্থান নেই। ঈশ্বরের কাছে কৃতজ্ঞ যে উনি সুস্থ রয়েছেন। আমাদের সকলকে একত্রিত হয়ে এই ঘটনার নিন্দা জানাতে হবে।’
[আরও পড়ুন: ‘আম্বানি পুত্রের বিয়েতে বোমা…!’ হুমকি বার্তায় বাড়ল নিরাপত্তা]
ট্রাম্পের জনসভায় হওয়া হামলার নিন্দা করেছেন বারাক ওবামাও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘আমাদের গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই। ট্রাম্প নিরাপদে আছেন শুনে স্বস্তি পেলাম।’