shono
Advertisement

জানেন কি, আপনার ডায়েটেই লুকিয়ে মোটা হওয়ার উপাদান?

এড়িয়ে চলুন এই ৫টি খাবার। The post জানেন কি, আপনার ডায়েটেই লুকিয়ে মোটা হওয়ার উপাদান? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:26 PM Aug 27, 2017Updated: 06:48 PM Oct 02, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  ভাবছেন ডায়েট করছেন, স্বাস্থ্যসম্মত খাবার খাচ্ছেন? রোগা হওয়ার জন্য প্রাণপণ চেষ্টাও চালিয়ে যাচ্ছেন। নিয়ম করে মোটা টাকা খরচ করে জিম, নয়তো বাড়িতে ব্যায়াম। কিন্তু ফল যেই কে সেই। ১ কেজি ওজন কমাতে কালঘাম ছুটে যাওয়ার যোগাড়। তাই তো?  কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন কমছে না ওজন? সিলভার স্ক্রিনে দেখা স্বপ্ন সুন্দরীদের মতো তন্বী হতে আটকাচ্ছে কোথায়? সমস্যা লুকিয়ে আপনার সাধের হেল্থ ফুডে। জানেন কি সেটা?

Advertisement

১. গমের পাউরুটি:

গমের পাউরুটি স্বাস্থ্যকর, সবাই জানেন সে কথা। কিন্তু বাজার চলতি গমের পাউরুটিতে যে কেমিক্যাল থাকে, তা রীতিমতো ক্ষতিকারক। প্রক্রিয়াজাত গমের আটাতে থাকতে পারে মোটা হওযার যাবতীয় উপাদান। তবে বিকল্প হিসেবে খেতে পারেন ব্রাউন রাইস। কার্যকর ভূমিকা নেবে আপনার ডায়েটে এই খাবার। আর মোটা হওয়ার কোনও ভয়ও নেই।

২. ফলের রস:

প্যাকেটজাত বা বোতলজাত ফলের রস সহজলভ্য। খেতেও সুস্বাদু। স্বাস্থ্যকর খাবার  হিসেবে খেলেও, ক্ষতিকর পানীয়র মধ্যেই পড়ছে এই প্যাকেটজাত ফলের রস। এতে দেওয়া হয় ক্ষতিকারক রং ও রাসায়নিক। এছাড়াও যে চিনি ব্যবহার করা হয়, তাও মোটেই স্বাস্থ্যসম্মত নয়। কারণ শরীরে এর থেকে বাড়তে পারে শর্করার পরিমাণ। বাড়তে পারে ওজন। বিকল্প হিসেবে জল খান। নয়তো বাড়িতেই বানিয়ে নিন গোটা ফল দিয়ে ফলের রস।

৩. কৃত্রিম চিনি:

মধুমেহর আশঙ্কায় আমরা অনেকেই চিনির বদলে কৃত্রিম চিনি খেয়ে থাকি। সেই কৃত্রিম চিনি তৈরি হয় অ-প্রাকৃতিক কেমিক্যাল দিয়ে যা আমাদের শরীর হজম করতে পারে না। এই কৃত্রিম উপাদানগুলোই আমাদের শরীরে চর্বি হিসেবে জমা হয়ে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, যাঁদের ডায়াবেটিস নেই, কৃত্রিম চিনি বেশি খেলে তাঁদের ডায়াবেটিসের সমস্যা হতে পারে। হতে পারে ওবেসিটি ও হার্টের সমস্যাও। দেখা দিতে পারে হজমের সমস্যাও। অতএব সাধু সাবধান।

৪. সয়া দুধ:

সয়া মিল্ক কম বেশি সবাই ব্যবহার করি। আমরা জানি সয়া দুধ ওজন কমায়। কিন্তু যেসব সয়া দুধ বাজারে বিশেষত শপিং মলে মেলে, তা নিম্ন মানের এবং প্রক্রিয়াজাত দুধ। যা পরে ক্ষতিকারক তরল পদর্থে পরিণত হয়। এটি শরীরের জন্য বেশ ক্ষতিকর। এতে মোটা হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়।

৫. মারজারিন:

কৃত্রিম মাখন বা মারজারিন আপনাকে মোটা করে দিতে পারে। এর বিকল্প হিসেবে খেতে পারেন ঘরে তৈরি মাখন। এতে থাকবে ভাল চর্বি যা স্বাস্থ্যের জন্য ভাল।

অবাক হলেন তো? হবেন না। কারণ বহু পরীক্ষা নিরীক্ষার ফল বলছে, এই ৫টি খাবার আপনি চোখ বুঝে স্বাস্থ্যকর হিসেবে বা ডায়েট ফুড হিসেবে খাচ্ছেন, আর এতেই লুকিয়ে রয়েছে আপনার মোটা হওয়ার উপাদান।

The post জানেন কি, আপনার ডায়েটেই লুকিয়ে মোটা হওয়ার উপাদান? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup রাজধানী এক্সপ্রেস toolbarvideo ISL10 toolbarshorts রোববার