সংবাদ প্রতিদিনি ডিজিটাল ডেস্ক: অনেকেই টিপ পরতে পছন্দ করেন। পোশাকের সঙ্গে রং মিলিয়ে টিপ যেন গোটা সাজকে পূর্ণতা দেয়। ইদানিং তো নানা আকারের, নানা কায়দার টিপ পরতেও দেখা যায়। তবে জানেন কি, সাজের সঙ্গে সঙ্গে টিপ পরা কিন্তু শরীরের পক্ষেও ভাল। টিপ পরলে মেয়েদের স্বাস্থ্য সংক্রান্ত অনেক সমস্যা দূর হয়।
১) যাঁরা নিয়মিত মাথা ব্যথায় ভুগে থাকেন, তাঁরা অবশ্যই টিপ পরে থাকুন। বিশেষজ্ঞরা বলছেন, কপালের মাঝাখানে এক বিশেষ চক্র থাকে, যার নাম অজ্ঞান চক্র। টিপ পরার সময় যে হালকা চাপ লাগে, এই চক্রকে দমন করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়। যা কিনা মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারি।
২) বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিপ পরলে মুখের পেশি মজবুত হয়। শুধু তাই নয়। নিয়মিত টিপ পরলে বলিরেখাও দেরিতে পড়বে।
৩) বিশেষজ্ঞরা বলছেন, টিপ পরলে স্নায়ু উত্তেজিত হয়। এর ফলে কানের পেশি মজবুত হয় ও শ্রবণ ক্ষমতাও বৃদ্ধি পায়।
[আরও পড়ুন: বিয়ে করছেন দক্ষিণী তারকা রশ্মিকা মন্দানা, জানেন পাত্র কে?]
৪) আজকাল কম বেশি সবাই মানসিক চাপ অনুভব করে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টিপ পরলে মানসিক চাপ দূর হয়। এমনকী, সারাদিন ধরে সতেজ থাকতে কপালে টিপ পরতেই পারেন।
৫) যে সব মহিলারা অনিন্দ্রায় ভুগে থাকেন, তাঁরা নিয়মিত টিপ পরুন। বিশেষজ্ঞরা বলছেন, এতে সমস্যা দূর হবে।
৬) ইদানিং টিপ নানা রঙের ও নানা আকারের হয়। আয়ূর্বেদ শাস্ত্র বলছে, শরীর ভাল রাখতে বেশিমাত্রায় লাল টিপ পরুন। এতে শরীর ও মন চাঙ্গা থাকবে।