সুপার হট দিনে সুপার বোল্ড, দেখুন টলি সুন্দরীদের জলকেলির ছবি
চরম গরমে মন ভিজিয়ে নিন।
Tap to expand
চরম গরম। এপ্রিলেই সর্বকালীন গরমের রেকর্ড কলকাতায়। মঙ্গলবার তাপমাত্রা ছুঁল ৪৩। এমন সুপার হট সময়ে সুপার বোল্ড ঋতুপর্ণা সেনগুপ্ত। শেয়ার করেছেন এই ছবি।
Tap to expand
'কোথায় আমার হারিয়ে যাওয়ার নেই মানা...', এমনই মেজাজ নুসরত জাহানের। লোকসভা ভোটে এবার আর তিনি প্রার্থী নন। প্রচারেও সেভাবে দেখা যাচ্ছে না। বেড়াতে গিয়ে নীল জলেই যেন পেয়েছেন শান্তি।
Tap to expand
সময়-সুযোগ পেয়ে শ্রাবন্তীও বেড়িয়ে পড়েন। প্রকৃতির সঙ্গে পাতিয়ে নেন বন্ধুত্ব। ঝর্ণার জলে স্নান করার এই ছবিটি সোশাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অভিনেত্রী।
Tap to expand
সমুদ্রে ঘেরা শ্রীলঙ্কায় বেড়াতে গিয়েছিলেন পার্ণো মিত্র। ছবি শেয়ার করেছিলেন জানুয়ারি মাসে। তখন অবশ্য এত গরম ছিল না। তবে অভিনেত্রীর ছবিতে ছ্যাঁকা অনেকেই খেয়েছেন।
Tap to expand
বাংলা ছবি থেকে হিন্দি ওয়েব সিরিজ, সর্বত্র সৌরসেনীর বিচরণ। এই টলি সুন্দরীরও কিন্তু জল বেশ পছন্দ। তাই তো সমুদ্রের ধারেই ক্যামেরার সামনে ধরা দিয়েছেন বোল্ড মেজাজে।
Tap to expand
কিছুদিন আগেই মা হয়েছেন রিধিমা ঘোষ। ছেলে ধীর ও স্বামী গৌরবকে নিয়ে সুখের সংসার তাঁর। আর গরম থেকে রেহাই পাওয়ার উপায় সুইমিং পুল। মার্চ মাসের এই মুহূর্তই যেন তাঁর প্রমাণ। ছবি: ইনস্টাগ্রাম।
Published By: Suparna MajumderPosted: 03:41 PM Apr 30, 2024Updated: 05:08 PM Apr 30, 2024