shono
Advertisement

Breaking News

চুরির পর চিঠি পাঠিয়ে ব্ল্যাকমেল করে মোটা টাকা আদায়ের চেষ্টা, জলপাইগুড়িতে গ্রেপ্তার যুবক

চিঠির হাতের লেখা পরীক্ষা করে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে।
Posted: 09:45 AM Nov 03, 2022Updated: 03:55 PM Nov 03, 2022

শান্তনু কর, জলপাইগুড়ি: প্রথমে বাড়িতে ঢুকে গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি। এরপর চিঠি পাঠিয়ে গুরুত্বপূর্ণ সেই সব সামগ্রী ফেরত পেতে হলে মোটা টাকা চাওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে (Jalpaiguri) অভিনব কায়দায় চুরি এবং চুরির সামগ্রী ফেরত দেওয়ার নাম করে ব্ল্যাকমেল করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল কোতোয়ালি  থানার পুলিশ।

Advertisement

পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম সুদীপ রায় (২৯)। শহর সংলগ্ন ওয়াকার গঞ্জের বাসিন্দা এই যুবকের বিরুদ্ধে শহরের রাজবাড়ি পাড়া, ওয়াকার গঞ্জ, টোপামারি-সহ বেশ কিছু এলাকায় একের পর এক চুরির অভিযোগ রয়েছে। শুধু চুরিই নয়, চুরির পর বাড়ির মালিককে চিঠি পাঠিয়ে চুরির সামগ্রী ফেরত পেতে হলে মোটা টাকা চাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই চোরের খোঁজে তক্কেতক্কে ছিল পুলিশ। মঙ্গলবার রাজবাড়ি পাড়া এলাকা থেকে এক টোটো চালককে আটক করে পুলিশ।

[আরও পড়ুন: সারদা ইস্যুতে শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের চ্যালেঞ্জ কুণালের]

অভিযোগ, বার্তাবাহক হয়ে রাজবাড়ি পাড়ার এক বাসিন্দাকে চোরের চিঠি পৌঁছে দিতে গিয়েছিল সে। কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার জানান, টোটোচালককে জিজ্ঞাসাবাদ করে সুদীপ রায়ের খোঁজ পান। পরে গ্রেপ্তার করেন তারা। এর আগেও একাধিকবার চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিল সুদীপ। সুদীপের হাতের লেখা পরীক্ষা করে পুলিশ নিশ্চিত হয় চুরির পর পাঠানো চিঠি তারই লেখা। জিজ্ঞাসাবাদ করতেই চুরির অভিযোগ স্বীকার করে সে। বুধবার ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে হাজির করে ৬ দিনের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

[আরও পড়ুন: রাজ্যে নভেম্বর বা ডিসেম্বরে অশান্তির আশঙ্কা, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার