সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে জেহাদের স্বপ্ন দেখছিল ইসলামিক স্টেট। এবার এদেশে 'খিলাফতে'র নীল নকশা জঙ্গি সংগঠন আল কায়দার অনুপ্রেরণায়। বড় ষড়যন্ত্রের খোঁজ পেয়ে তৎপর হয়েছে দিল্লি পুলিশ। ইতিমধ্যে ঝাড়খণ্ড, রাজস্থান এবং উত্তরপ্রদেশ থেকে ১৪ সন্দেহভাজনকে জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জেরা করে ভবিষ্যৎ নাশকতার রোখার চেষ্টায় পুলিশ। তদন্তকারীরা প্রাথমিক ভাবে জানতে পেরেছেন যে একাধিক বড় হামলার ছক কষেছিল জঙ্গিরা।
এক বিবৃতিতে দিল্লি পুলিশ জানিয়েছে, রাঁচির ড. ইসতিয়াক নামের এক ব্যক্তি ভারতে 'খিলাফত ঘোষণা করে। কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আল কায়দার অনুপ্রেরণায় ধারাবাহিক জঙ্গি হামলার ছক কষা হয়েছিল। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মডিউলের সদস্যদের বিভিন্ন স্থানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গোয়েন্দা রিপোর্ট পেয়ে এই বিষয়ে খোঁজ-খবর শুরু করে দিল্লি পুলিশ। তদন্তে সাহায্য করে একাধিক পড়শি রাজ্যের পুলিশ বাহিনীও। এর পরেই ধরপাকড় শুরু করেন তদন্তকারীরা।
[আরও পড়ুন: মর্মান্তিক! সাইকেলে জড়াল বিদ্যুতের খোলা তার, স্কুল থেকে ফেরার পথে মৃত্যু পড়ুয়ার]
দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের ভিওয়াড়ি থেকে ৬ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে তাদের অস্ত্র প্রশিক্ষণ চলছিল। আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ থেকে। ইতিমধ্যে অভিযুক্তদের জেরা করে বিভিন্ন ধরনের অস্ত্র, গোলাবারুদ এবং জঙ্গিবাদে উসকানি দেওয়া বইপত্র উদ্ধার করা হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে, আল কায়দায় অনুপ্রাণিত জঙ্গিদের ষড়যন্ত্র ভেস্তে দিতে দেশজুড়ে অভিযান চালানো হচ্ছে। একাধিক সন্দেহভাজনকে নজরে রাখা হচ্ছে। ভবিষ্যতে তাদের গ্রেপ্তার করা হবে।