shono
Advertisement

Breaking News

মেজাজ হারিয়ে গাধাকে চড়-লাথি মালিকের, পিঠে চাপতেই বদলা নিল পোষ্য, ভাইরাল ভিডিও 

'গাধা আসলে কে?' ভিডিও দেখে প্রশ্ন রসিক নেটিজেনদের।
Posted: 02:47 PM Aug 02, 2022Updated: 08:42 PM Aug 02, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাধা বলে কি মানুষ না? রসিকতা করে এমন প্রশ্ন তোলা যায়। বিশেষত যে নির্মমতার সঙ্গে গাধাটিকে (Ass) মারতে দেখা গিয়েছে, তা মেনে নেওয়া কঠিন। এর জন্য আলাদা করে ‘পশু প্রেমিক’ হওয়ার প্রয়োজন নেই। অবশ্য দুঃখ খানিক লাঘব করে দেয় খোদ অত্যাচারিত গাধাটি। যুবক মালিক যেমন তাকে ইচ্ছে মতো লাথি-ঘুষি-চড় মারতে থাকে, সেও তেমন মোক্ষম বদলা নেয় সময় মতো। সম্প্রতি এই ভিডিওই ভাইরাল (Viral Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। যা দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন- ভাইরাল ভিডিওতে গাধাটি আসলে কে?

Advertisement

ভিডিও ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে (Instagram)। সেখানে দেখা গিয়েছে, কোনও কারণে মালিক যুবক গাধার উপরে বেজায় খেপে রয়েছেন। তিনি বেধড়ক মারধর করতে থাকেন গাধাটিকে। প্রথমে কয়েকটা লাথি মারা হয় গাধার মুখে। তাতে রাগ না কমলে গাধাটিকে একের পর এক চড় মারতে শুরু করেন যুবক। ফের লাথি মারতে দেখা যায় তাঁকে। এভাবে চড় আর লাথির পর্ব চলতে থাকে পর্যায়ক্রমে। অসহায় গাধাটি বোধ হয় সঠিক সময়ের অপেক্ষা করছিল। শুরুতে তাকে চুপ করে মার খেতে দেখা যায়। কিন্ত মালিক যেই গাধির পিঠে চড়ে বসেন ওমনি অন্য রূপ ধারন করে সেটি। রীতিমতো বদলা নেয়।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shakti Kapoor (@shaktikapoor)

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে জলে ভাসছে ‘রাম’ নাম লেখা পাথর! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল]

কয়েক সেকেন্ডের ব্যবধানে বদলে যায় ছবি। মালিকের পা কামড়ে ধরে গাধাটি। কিছুতেই গাধার মুখ থেকে ওই পা ছাড়াতে পারছিল না যুবক। এমনকী সে গাধার পিঠ থেকে পড়ে গিয়ে ঝুলতে থাকে। তবুও পা ছাড়েনি গাধা। এখানেই শেষ হয় ভিডিওটি। যেটি নেটদুনিয়ায় ভাইরাল হয়।

ভিডিও দেখে সকলেরই বক্তব্য, যেমন কর্ম তেমন ফল। অবলা পশুর সঙ্গে যুবকটি যা করেছেন, তার জন্যই উচিত শিক্ষা পেতে হয়েছে তাঁকে। মজার সব কমেন্টে ভরে গেছে কমেন্টবক্স। একজন লিখেছেন, “গাধাটি গাধা হলেও, ও যে গাধা নয়, তা বুঝিয়ে দিয়েছে।” এমনকী অনেকে প্রশ্ন তুলেছেন, “ভাইরাল ভিডিওতে গাধা আসলে কে?”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার