সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার (Haryana) পঞ্চকুলায় ক’দিন ধরেই চলছে প্রবল বৃষ্টি। তার মধ্যেই গাড়ি নিয়ে বেরিয়েছিলেন এক মহিলা। নদীর ধরে গাড়ি পার্ক করার পরেই আচমকা আসে হড়পা বান। তাতেই চালক-সহ নদীতে ভেসে যায় গাড়ি। ঘটনা খেয়াল করেন স্থানীয়রাই। তাঁরাই সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে মহিলাকে উদ্ধার করেন। হাসপাতালে ভরতি করা হয়েছে তাঁকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়ক মঙ্গোলি এলাকায় নদীর ধারে গাড়ি পার্ক করাচ্ছিলেন মহিলা। সেই সময় প্রবল বৃষ্টি চলছিল। ফুলেফেঁপে উঠেছিল নদী। তার মধ্যেই আচমকা হড়পা বানে মহিলা-সহ ভেসে যায় গাড়িটি। কাছাকাছি থাকা স্থানীয়রা ঘটনা খেয়াল করেন। তাঁরাই দড়ির সাহায্যে নদীতে ভেসে যাওয়া গাড়ি থেকে মহিলাকে উদ্ধার করেন। পরে দমকলেও খবর দেওয়া হয়। যতক্ষণে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, ততক্ষণে মহিলাকে উদ্ধার করে ফেলেছেন স্থানীয়রাই। অল্প আঘাত এবং ট্রমার কারণে মহিলাকে হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: ‘জেলে ভয়ংকর যন্ত্রণা’, সঞ্জয় দত্তের দুর্বিষহ অভিজ্ঞতা শুনে কেঁদে ফেললেন অভিষেক-অজয়রা]
এদিকে হড়পা বানে চালক-সহ গাড়ি ভেসে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। উল্লেখ্য, মহিলাকে উদ্ধার করা গেলেও শেষ খবর পাওয়া পর্যন্ত গাড়িটিকে উদ্ধার করা যায়নি। গাড়ি উদ্ধারের জন্য ক্রেন আনার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন।