সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোগীর কাছে অনেক সময়ই ঈশ্বরের মতো আবির্ভূত হন চিকিৎসক। নতুন জীবন দান করেন তাঁরা। তেমনই নিজস্ব দক্ষতায় ১৬ হাজারেরও বেশি হার্টের অপারেশন করেছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ গৌরব গান্ধী (Cardiologist Dr Gaurav Gandhi)। কিন্তু সেই হৃদরোগই কাড়ল তাঁর জীবন। মাত্র ৪১ বছর বয়সেই মৃত্যু হল এই ‘মসিহা’ চিকিৎসকের।
গুজরাটের জামনগরের হৃদরোগ বিশেষজ্ঞ গৌরব গান্ধী মঙ্গলবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। ৪১ বছরেই শেষ হয়ে গল তাঁর জীবন। কিন্তু অল্প সময়ের মধ্যেই হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন গৌরব গান্ধী। অস্ত্রোপচার করে বহু রোগীকে সুস্থ করেছেন তিনি। ১৬ হাজারেরও বেশি হার্টের অপারেশন করেছেন ঠান্ডা মাথায়। কিন্তু এই হৃদরোগই তাঁর জীবনে অভিশাপ হয়ে দাঁড়াল।
[আরও পড়ুন: ‘CBI কি এবার বাথরুমে ঢুকবে?’, পুরনিয়োগ মামলায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি নিয়ে খোঁচা মমতার]
জানা গিয়েছে, প্রতিদিনের মতো গত সোমবারও রোগীদের সঙ্গে দেখা করেন তিনি। চিকিৎসাও করেন। রাতে বাড়ি ফিরে খাবারও খান। তখনও সবকিছু ঠিকঠাকই ছিল। কোনওপ্রকার শারীরিক অসুস্থতা অনুভব করেননি তিনি। কিন্তু রাতেই সব শেষ। পরেরদিন সকাল ৬টা নাগাদ তাঁর বাড়ির সদস্যরা তাঁকে ঘুম থেকে ডাকতে গিয়ে কোনও সাড়া পাননি। দরজা ভেঙে তাঁকে অচেতন অবস্থায় দেখতে পান তাঁরা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই গৌরব গান্ধীকে মৃত বলে ঘোষণা করা হয়।
প্রথমে চিকিৎসা শাস্ত্র এবং তারপর আহমেদাবাদ থেকে কার্ডিওলজিতে স্পেশ্যালাইজেশন করেন ডা. গান্ধী। লেখাপড়া শেষে নিজের শহরেই প্র্যাকসিট শুরু করেন। সোশ্যাল মিডিয়াতেও হার্ট ভাল রাখার নানা পরামর্শ দিতেন তিনি। ফলে তাঁর প্রয়াণে শোকাহত ভারচুয়াল দুনিয়ার বাসিন্দারাও।