shono
Advertisement

‘সবার জন্য শিক্ষা’, শাহজাহান গ্রেপ্তার হতেই সরব রাজ্যপাল

৫৬ দিনের মাথায় গ্রেপ্তার শেখ শাহজাহান।
Posted: 09:16 AM Feb 29, 2024Updated: 10:29 PM Feb 29, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পুলিশের জালে শেখ শাহজাহান। সন্দেশখালির ‘বেতাজ বাদশা’র গ্রেপ্তারিতে সরব রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এই গ্রেপ্তারি থেকে সকলের শিক্ষা নেওয়া উচিত বলেই জানান তিনি।

Advertisement

রাজ্যপাল বোস বলেন, “আমি বলেছিলাম সুড়ঙ্গের শেষে আলো আছে। এটাই গণতন্ত্র। আমরা এটার জন্য অপেক্ষা করেছিলাম। আর হলও তাই। এটা সকলের জন্য শিক্ষা। আশা রাখি বাংলায় আইনশৃঙ্খলার নতুন ভোর হবে। আমি গর্বিত যে ভালো কিছু ঘটল।”

[আরও পড়ুন: বনগাঁর খুনের মামলায় শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারের জেল হেফাজত]

উল্লেখ্য, অশান্তির মাঝে কেরল সফর কাটছাঁট করে গত ১২ ফেব্রুয়ারি সন্দেশখালিতে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। গ্রামে গ্রামে ঘুরে অভাব অভিযোগের কথা শোনেন তিনি। এক এক করে হাড়হিম করা অভিজ্ঞতার কথা রাজ্যপালকে জানান স্থানীয় মহিলারা। অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই তদন্ত হবে বলে আশ্বাস দেন। সূত্রের খবর, দিল্লিতে গিয়ে রিপোর্টও জমা দেন তিনি। সন্দেশখালির নির্যাতিতাদের জন্য রাজভবনে ‘পিস হোম’ও খুলেছিলেন রাজ্যপাল। সম্প্রতি কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেই শাহজাহানকে গ্রেপ্তারিতে ৭২ ঘণ্টার ডেডলাইন বেঁধে দিয়েছিলেন সি ভি আনন্দ বোস। তার মাঝেই গ্রেপ্তার শেখ শাহজাহান। সুবিচার হয়েছে বলেই দাবি রাজ্যপালের।

[আরও পড়ুন: অবশেষে গ্রেপ্তার সন্দেশখালির ‘ত্রাস’ শেখ শাহজাহান]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার